ইন্দোনেশিয়ার ক্লাবে যোগদান করতে পারেন আইএসএলের এই তারকা

Mohammedan SC Footballer alexis nahuel gómez gave good news to club

আগের সিজনটা একেবারেই সুখকর থাকেনি মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। দাপটের সাথে গত মরসুম শুরু করার পরিকল্পনা ছিল কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধানের। কিন্তু সেটা সম্ভব হয়নি। দেশের প্রথম ডিভিশন লিগের প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী এফসি গোয়াকে। স্বাভাবিকভাবেই যা নজর কেড়েছিল সকলের। কিন্তু পরবর্তীতে বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। সময় এগোনোর সাথে সাথেই ক্রমশ পিছিয়ে পড়তে হয়েছিল সাদা-কালো ব্রিগেডকে। যা ভালোভাবে নেয়নি সমর্থকরা। তবুও আন্দ্রে চেরনিশভের উপর ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট।

কিন্তু একের পর এক ম্যাচে ধাক্কা খাওয়ার ফলে স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের অনেকটাই পিছনে চলে গিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। পরবর্তীতে দ্বিতীয় লেগে দল ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকেই শেষ করতে হয়েছে আইএসএল। সেই ধাক্কা কাটিয়ে আগত ফুটবল সিজনে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্ল্যাক প্যান্থার্সরা। শোনা যাচ্ছিল এক্ষেত্রে নাকি এবার বেশকিছু বদল আসতে চলেছে দলের অন্দরে। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারদের নাম।

   

যাদের মধ্যে রয়েছেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ (Alexis Gomez)। নয়া মরসুমে আইএসএল হওয়া নিয়ে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা। পাশাপাশি এই টুর্নামেন্ট আয়োজিত হলেও মহামেডান স্পোর্টিং ক্লাব আদৌও অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়ে ও দেখা দিতে শুরু করেছে একাধিক প্রশ্ন চিহ্ন। তবে এবার এই দাপুটে ফুটবলারকে নিয়েই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, নয়া সিজনের জন্য ভারত ছেড়ে ইন্দোনেশিয়ায় যেতে চলেছেন গোমেজ। শোনা যাচ্ছে সেই দেশের প্রথম টায়ারের ফুটবল ক্লাব পারসিজাপ জেপারার সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি।

যদিও সেটা এখনও পুরোপুরি চূড়ান্ত নয়। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে তাঁর অবস্থান। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে নয়া মরসুমে এই আর্জেন্টাইন তারকার ভারতে থাকার সম্ভাবনা অনেকটাই কম।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন