বিগত কয়েক মরসুম ধরেই একেবারে হতশ্রী পারফরম্যান্স করে আসছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। গত সিজন পর্যন্ত থাংবোই সিংটোর পছন্দ অনুযায়ী দেশী ও বিদেশি ফুটবলারদের সই করিয়েছিল ম্যানেজমেন্ট। কিন্তু শেষ মুহূর্তে দল গঠনের ফলে প্রাক মরসুম প্রস্তুতির খুব একটা সময় ছিল না দলের ফুটবলারদের। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল দলের পারফরম্যান্সে। তবে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল দলের ফুটবলারদের। কিন্তু বেশিদিন বজায় ছিল না সেই ধারাবাহিকতা। পরবর্তীতে একের পর এক শক্তিশালী দলের কাছে আটকে যেতে হয়েছিল একবারের আইএসএল জয়ীদের।
সেটা যথেষ্ট হতাশ করেছিল সমর্থকরদের। তবে দল খুব একটা সক্রিয়তা না দেখালেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন একাধিক ফুটবলার। তাঁদের উপর নজর ছিল বিদেশের একাধিক ফুটবল দলের। ইতিমধ্যেই যা চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে গতবারের হতাশা কাটিয়ে এবার আসন্ন সুপার কাপে নিজেদের সেরাটা দিতে তৎপর এই ফুটবল ক্লাব। সেইমতো এই সপ্তাহের প্রথম থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিল গোটা দল। তবে এবার হয়তো রাজধানী ভিত্তিক দল হিসেবে খেলতে দেখা যেতে পারে হায়দরাবাদ এফসিকে (Hyderabad FC)। উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি সময় থেকেই উঠে আসতে শুরু করেছিল এই তথ্য।
শোনা যাচ্ছিল যে নিজামের শহর ছাড়তে পারে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। এক্ষেত্রে দেশের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হতে পারে এই ক্লাব। বর্তমানে সেই সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। জানা গিয়েছে, সেই নিয়ে নাকি ইতিমধ্যেই জানানো হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফকে। যারফলে এবার থেকেই হয়তো দিল্লি ভিত্তিক ফুটবল দল হিসেবে দেখা যেতে পারে হায়দরাবাদ এফসিকে (Hyderabad FC)। যদিও সেটা এখনও স্পষ্ট নয়। এক্ষেত্রে দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশনর উপর নির্ভর করতে চলেছে সমগ্র বিষয়টি।