Alex Lima: অ্যালেক্স লিমাকে সম্ভবত বিদায় দিচ্ছে ইস্টবেঙ্গল

জানুয়ারি ফিফা উইন্ডোকে কাজে লাগিয়ে বড়সড় রদবদলের সম্ভাবনা ইস্টবেঙ্গল এফসিতে। ব্রাজিলিয়ান মিডফ্লিডার অ্যালেক্স লিমাকে (Alex Lima) ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল। কেননা, লিমার বিরুদ্ধে যাচ্ছে ওর পারফরম্যান্সের…

Alex Lima

জানুয়ারি ফিফা উইন্ডোকে কাজে লাগিয়ে বড়সড় রদবদলের সম্ভাবনা ইস্টবেঙ্গল এফসিতে। ব্রাজিলিয়ান মিডফ্লিডার অ্যালেক্স লিমাকে (Alex Lima) ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল। কেননা, লিমার বিরুদ্ধে যাচ্ছে ওর পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাব। সঙ্গে বয়স এবং ইনজুরি ইস্যুতে পিছিয়ে পড়েছে ব্রাজিলিয় এই মিডিও।

Advertisements

৩৪ বছরের লিমা জামশেদপুর এফসিতে থাকার সময়েও অনিশ্চয়তার মধ্যে টিমকে রেখেছিল।ম্যাচ ফিটনেস থেকে শুরু করে ইনজুরি এবং পারফরম্যান্সের চরাই উৎরাই লিমার এত বেশি যে এই ব্রাজিলিয়ান মিডিওকে ভরসা করে দল সাজানো আর হনুমানের তিন সত্যি এক লাইনে বাধা।তাই সম্ভাবনা রয়েছে ইস্টবেঙ্গল এফসি অ্যালেক্স লিমাকে বিদায় জানাতে চলেছে।

   

ইতিমধ্যে ইস্টবেঙ্গল এফসি আইএসএলে ৮ ম্যাচ খেলে তিন ম্যাচে জয়ের মুখ দেখেছে, ৫ ম্যাচে হেরে গিয়েছে।আইএসএলের লিগ টেবলে আট নম্বরে থাকা ইস্টবেঙ্গল চাইছে পয়েন্ট টেবলে উন্নতি।এই উন্নতির জন্যে প্রথমেই দরকার দলের আগাপাছতলা পরিবর্তন।তাই জানুয়ারির ফিফা উইন্ডোকে পাখির চোখ করেছে ইস্টবেঙ্গল এফসি।