মদপ্যায়ীদের জন্য শুকনো বিশ্বকাপ-এমনই মন উতলা করার মতো খবরে বিশ্ব জুড়ে আলোড়ন। সৌদি আরব (Saudi Arabia) সরকারের কড়া নিয়মে বিশ্বকাপ (FIFA WC 2034) ফুটবল আসরে আসা কোনো দেশের সমর্থকদের জন্য মদ্যপানে নিষেধাজ্ঞা থাকবে।
FIFA 2034 সৌদি আরব বিশ্বকাপ নজির গড়তে চলেছে। ‘সুরাবিহীন বিশ্বকাপ’ তকমা লেগে গেল ফুটবল মহাযুদ্ধে। ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব। এই বিশ্বকাপে দর্শক ও সমর্থকদের মদ্যপান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) লন্ডনে সৌদি রাষ্ট্রদূত খালিদ বিন বান্দার আল সৌদ বলেছেন, এই টুর্নামেন্ট দেখতে যারা সৌদি আরবে যাবেন, তাদের উপসাগরীয় অঞ্চলের দেশটির সংস্কৃতিকে সম্মান করা উচিত। বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবের কোথাও মদ বিক্রি করা হবে না, এমনকি হোটেলেও নয়।
সৌদি রাষ্ট্রদূতের মন্তব্যের পর ফুটবল খেলিয়ে প্রথমসারির সিংহভাগ ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকার দেশগুলির নাগরিকদের মাথায় যেন বজ্রাঘাত! আর্জেন্টিনা, ব্রাজিল,উরুগুয়ে, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ইতালি, পর্তুগাল, জাপানসহ বিভিন্ন দেশের সমর্থকদের বিশ্বকাপে গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে। সৌদি আরবের কড়া নিয়মে বিশ্বকাপের সুরা রোমাঞ্চ শেষ। মুষড়ে পড়েছেন ফুটবল ভক্তরা। কারণ তাদের দেশে মদ্যপান স্বাভাবিক।
সৌদি রাষ্ট্রদূত খালিদ বিন বান্দার আল সৌদ বলেন, ‘সবারই নিজস্ব সংস্কৃতি আছে। আমরা নিজেদের সাংস্কৃতিক গণ্ডির মধ্যে থেকে সবাইকে স্বাগত জানাতে চাই। কারও জন্য আমরা নিজেদের সংস্কৃতি পাল্টাতে চাই না।’
২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ চূড়ান্ত করার ভোটে শুধু সৌদি আরবই প্রার্থী ছিল। তাই ফিফার পক্ষ থেকে সৌদি আরবের নাম আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয়