ISL-এ ‘চ্যাম্পিয়ন’ কোচ ও ফুটবলার কম্বিনেশন, মরসুমের আগে হুঙ্কার

জামশেদপুর এফসি অভিজ্ঞ রক্ষক আলবিনো গোমেসকে (Albino Gomes) দুই বছরের চুক্তিতে দলে নিয়ে তাদের গোলকিপিং লাইন আপকে শক্তিশালী করেছে। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই…

Goalkeeper Albino Gomes

জামশেদপুর এফসি অভিজ্ঞ রক্ষক আলবিনো গোমেসকে (Albino Gomes) দুই বছরের চুক্তিতে দলে নিয়ে তাদের গোলকিপিং লাইন আপকে শক্তিশালী করেছে। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষকের অভিগ্গতা রয়েছে যথেষ্ট। আইএসএল ও আই লিগে ৩২টি ক্লিনশিট জয়ের রেকর্ড রয়েছে তাঁর নামের পাশে। আলবিনো গোমেসের কেরিয়ারের অন্যতম সেরা সময় ছিল ২০১৭ সালে। খালিদ জামিলের আইজল এফসি দলের অধীনে আই লিগ জয়ের করেছিলেন। গোয়ান এই গোলরক্ষক ৮টি ক্লিন শিট সহ ১৮ টি ম্যাচ খেলেছিলেন উক্ত মরসুমে।

East Bengal: ছাংতের ভাই ইস্টবেঙ্গলে?

   

আইএসএল ও আই লিগের বিভিন্ন ক্লাবে খেলেছেন ৩০ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার। আই লিগ ২০২২-২৩ মরসুমে শ্রীনিদি ডেকান এফসির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দলের ও নিজের নামের পাশে ৭ টি ক্লিন শিট রেখেছিলেন। এই মরসুমে শ্রীনিদি ডেকান রানার্স-আপ হিসাবে মরসুম শেষ করেছিলেন।

জামশেদপুর এফসিতে সই করার পর গোমস বলেছেন, ‘জামশেদপুর এফসি-র হয়ে আইএসএলে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। এই দলের অংশ হতে পেরে গর্বিত। কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে খেলার ব্যাপারে নিজেকে ভাগ্যবান মনে করছি। কঠোর পরিশ্রম ও পারফরম্যান্স দিয়ে তাঁর আস্থার মর্যাদা দিতে পারব বলে আমি আত্মবিশ্বাসী। চোটের কারণে কয়েকটি কঠিন মরসুম কেটেছিল। এখন আমার লক্ষ্য আইএসএলে জামশেদপুরের হয়ে নিজেকে ভারতের অন্যতম সেরা গোলকিপার হিসেবে প্রমাণ করা।’

Anwar Ali: বির্তকের মধ্যেই এবার মোহনবাগানের নির্দেশ আনোয়ারকে

দলের হেড কোচ খালিদ জামিল বলেছেন, ‘আলবিনো গোমেস কোন মানের ফুটবলার সেটা জানি। আমার কোচিংয়ের সঙ্গে ও আত্মবিশ্বাসী। আইএসএল এবং আই লিগ উভয় ক্ষেত্রেই তাঁর অভিজ্ঞতা, শারীরিক সক্ষমতা ও দক্ষতার মাধ্যমে দলকে সাহায্য করতে পারবে বলে আশাবাদী।’