এই ফুটবল সিজনে দলকে শক্তিশালী করার জন্য অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেইমতো একাধিক বদল দেখা গিয়েছিল দলের অন্দরে। আক্রমণভাগে শক্তি বাড়ানোর পাশাপাশি রক্ষণভাগের কথা মাথায় রেখে আলবার্তো রদ্রিগেজ (Alberto Rodriguez) সহ আরও এক ডিফেন্ডারকে সই করায় বাগান ব্রিগেড। ভিসা জনিত সমস্যার দরুন আসতে বেশকিছুদিন সময় লেগে গেলেও অনুশীলনের প্রথম দিন থেকেই যথেষ্ট নজর কেড়েছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা।
এক্ষেত্রে একেবারেই হতাশ করেননি আলবার্তো। রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি প্রয়োজনে দলের আক্রমণে ও উঠে গিয়েছেন একাধিকবার। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে দলের হয়ে গোল ও করেছিলেন এই ফুটবলার। যা নিঃসন্দেহে বাড়তি পাওনা ছিল সকলের কাছেই। শুধুমাত্র প্রথম ম্যাচ নয়। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছেন এই বিদেশি ফুটবলার। একের পর এক হেভিওয়েট দলের আক্রমণভাগ ভোঁতা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে এই তারকার। যা নিঃসন্দেহে পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দিয়েছিল ময়দানের এই প্রধান দলকে।
Also Read | সাফল্যের আরেক নাম মোহনবাগান, আবেগঘন হয়ে কী বললেন মোলিনা?
তবে শুধুমাত্র ডিফেন্স সামাল দেওয়া নয়। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দলের গোল তুলে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় থেকেছেন আলবার্তো রদ্রিগেজ। সেই নিয়ে যথেষ্ট খুশি আপামর বাগান জনতা। কিছুদিন আগেই জয়ের ধারা বজায় রেখে ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড জয় করেছে মোহনবাগান। কিন্তু সেখানেই শেষ নয়। এবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়াই প্রধান লক্ষ্য সকলের। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন দলের সকল ফুটবলাররা। তবে এসবের মাঝেই নতুন ভাবে ধরা দিতে চলেছেন বাগানের এই ভরসাযোগ্য ডিফেন্ডার। এবার নিজের পিঠে ড্রাগনের একটি অভিনব ট্যাটু করলেন আলবার্তো।
বলাবাহুল্য, মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকেই তাঁর ট্যাটু যথেষ্ট নজর কেড়েছিল সমর্থকদের। এমনকি সেগুলি অনুসরণও করতে দেখা গিয়েছিল অনুরাগীদের একাংশকে। বজায় থাকল সেই ট্রেন্ড। নিজের পিঠে এবার করলেন এক অনবদ্য ট্যাটু। কিছু সময় আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত একটি ভিডিও আপলোড করেন বাগানের এই তারকা ফুটবলার। যা রীতিমতো মত মন জয় করেছে সকলের।