রাভশন ম্যাচের আগে চিন্তা বাড়ালেন রদ্রিগেজ

জেমি ম্যাকলারেন কবে ফিট হয়ে মাঠে নামতে পারবেন সে ব্যাপারে নিশ্চিয়তা নেই। রাত পোহালেই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) এশিয়ান টুর্নামেন্টের ম্যাচ। গুরুত্বপূর্ণ এই…

Alberto Rodriguez

জেমি ম্যাকলারেন কবে ফিট হয়ে মাঠে নামতে পারবেন সে ব্যাপারে নিশ্চিয়তা নেই। রাত পোহালেই মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) এশিয়ান টুর্নামেন্টের ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেও সবুজ মেরুন শিবিরে একাধিক ফুটবলারের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে।

   

৫ গোল দিয়ে খেতাব জয়ের আরও কাছে ইস্টবেঙ্গল

এশিয়ান টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচ রাভশনের বিরুদ্ধে। তাজিকিস্তানের এই ক্লাবটির প্রতি আক্রমণ থেকে গোল তুলে নেওয়ার মতো ক্ষমতা রয়েছে। প্রতি আক্রমণ রুখে দেওয়ার জন্য দরকার মজবুত রক্ষণভাগ। সেখানেই মোহনবাগানের দুর্বলতা। ডুরান্ড কাপ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ, রক্ষণের ভুলে বারবার জেতা ম্যাচ হাতছাড়া করতে হয়েছে বাগানকে। রাভশনের বিরুদ্ধে মাঠে নামার আগেও মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মলিনার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দলের ডিফেন্স।

মোহনবাগান গোল করছে, আবার গোল হজমও করছে। যার ফলে চলতি মরশুমে আপাতত সবুজ মেরুন ব্রিগেডের প্রাপ্তির ঝুলি শূন্য। এরই মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে সেন্টার ব্যাক আলবার্তো রদ্রিগেজকে কেন্দ্র করে। এসিএল ২ (ACL 2)-এর ম্যাচে আগে দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল না আলবার্তো রদ্রিগেজকে (Alberto Rodriguez)।

রাভশনের বিরুদ্ধেও অনিশ্চিত জেমি

রদ্রিগেজ অনুশীলনে উপস্থিত না থাকার ফলে রাভশনের বিরুদ্ধে হতে চলা ম্যাচে তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। রদ্রিগেজের চোট ছিল। সেই চোট কতটা গুরুতর, বুধবারের ম্যাচে আদৌ খেলতে পারবেন কি না সে ব্যাপারে নেই কোনও সদুত্তর।

এবারের মরশুমের জন্য জোড়া বিদেশি ডিফেন্ডারকে আগেই সই করিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। সম্প্রতি চূড়ান্ত করা হয়েছে জেমির প্রাক্তন সতীর্থ নুনো রেইসকে। তিনিও রক্ষণভাগের ফুটবলার। ডিফেন্স নিয়ে যে ক্লাব ম্যানেজমেন্ট যে ভাবিত সেটা স্পষ্ট।

রেকর্ড পঞ্চমবারের জন্য এশিয়া সেরা ভারত

রদ্রিগেজ যদি রাভশনের বিরুদ্ধে মাঠে নামতে না পারেন তাহলে বিকল্প উপায় ভেবে রাখতে হবে হেড কোচ মলিনাকে। সেক্ষেত্রে দীপেন্দু বিশ্বাস হতে পারেন কোচের প্রথম পছন্দ। কিন্তু তরুণ দীপেন্দু কি চাপ সামলে বিদেশি দলের বিরুদ্ধে নিজের সেরাটা খেলতে পারবেন? রাভশন ম্যাচে বাগান কোচের স্ট্যাটেজির দিকে চোখ থাকবে সকলের।