Albert Rose-Innes: কিংবদন্তি বাঁহাতি প্রোটিয়ার্স স্পিনার আলবার্ট রোজ ইন্স

১৮৬৮ সালে ১৭ ফেব্রুয়ারি জন্মেছিলেন প্রাক টেস্ট যুগের দক্ষিণ আফ্রিকার লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আলবার্ট রোজ ইন্স (Albert Rose-Innes)। 

১৮৮৬-৮৭ সালে কিমবার্লি প্রতিযোগিতায় পোর্ট এলিজাবেথের হয়ে ৩ ম্যাচে ২৩ উইকেট নেন। পরের বছর তিন ম্যাচে ২২ উইকেট। এর মধ্যে গ্রাহ্যাম্সটাউনের বিরুদ্ধে ইনিংসে ৮ উইকেট সহ ১৩ খানা। 

   

ফলে আর জি ওয়ারটন দল নিয়ে এলে তার বিরুদ্ধে পোর্ট এলিজাবেথ দ্বাবিংশতির হয়ে ৬ উইকেট নেন (চার বলের ওভারের ওই ম্যাচে জে ব্রিগস ২৮ উইকেট নেন), ইস্টার্ন প্রভিন্সের হয়ে নেন ৪ টি।

ফলে প্রতিনিধিত্বমূলক ম্যাচে সুযোগ পান যা ১০ বছর বাদে টেস্ট ম্যাচ হয়ে যায়। প্রথম ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট শিকার। এটাও চার বলে ওভারের ম্যাচ ছিল।

পরের টেস্টে কোনো উইকেট পাননি, কিন্তু তাড়াতাড়ি ম্যাচ শেষ হওয়ায় (স্বাভাবিক, ব্রিগস ২৮ রানে ১৫ উইকেট) ফিল আপ ম্যাচ হয়, তাতে ১ উইকেট পান।

ওই মরশুমে কিমবার্লির হয়ে প্রথম শ্রেণির খেলায় ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করা, যার মধ্যে শেষটি ছিল প্রথম বছরের কারী কাপের প্রথম ম্যাচ।তিন বছর পরে ট্রান্সভালের হয়ে কারী কাপে দুই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন।

বুওর যুদ্ধে আহত হয়ে খেলা ছেড়ে দেন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আলবার্ট রোজ ইন্স। তাঁর পুত্র দক্ষিণ আফ্রিকার বিখ্যাত প্রকৃতি বিজ্ঞানী রেজিন্যাল্ড রোজ ইন্স।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন