আইএসএলের শুরু থেকেই নিজের জাত চিনিয়ে আসছেন আলাদিন আজারেই (Alaeddine Ajaraie)। যারফলে অনায়াসেই জয়ের মুখ দেখে আসছে নর্থইস্ট ইউনাইটেড। বলতে গেলে বর্তমানে প্রতিপক্ষ দল গুলির অন্যতম চিন্তার কারণ হয়ে উঠেছেন এই মরোক্কান তারকা। যারফলে অনায়াসেই এই লিগের নভেম্বর মাসের সেরার সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন আলাদিন আজারেই। তবে এটাই প্রথম নয়। এই নিয়ে টানা তিনবার প্লেয়ার অব দ্যা মান্থ হিসেবে স্থান করে নিলেন নর্থইস্ট ইউনাইটেডের এই ফুটবলার। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীদের।
Also Read | বাগান ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই, অনিশ্চিত পাঞ্জাবের এই ডিফেন্ডার
বলাবাহুল্য, এখনও পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার এই খেতাব জয় করলেন এই দাপুটে ফুটবলার। সিজনের প্রথম ম্যাচ থেকেই তাঁর অনবদ্য পারফরম্যান্স মন জয় করে আসছে সকলের। যারফলে সেরা খেলোয়াড়ের নির্বাচনে অনায়াসেই পিছনে ফেলে দিয়েছেন সকলকে। গননা অনুযায়ী এক্ষেত্রে প্রায় ৫১% ভোট পেয়েছেন এই তারকা ফুটবলার। যা সর্বাধিক। তাঁর থেকে অনেকটাই পিছিয়ে শেষ করেছে বাকিরা। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সর্বাধিক ভোট পেয়েছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ। তাঁর দখলে থেকেছে প্রায় ২১.৩৮% ভোট।
Also Read | বড় ধাক্কা! পাঞ্জাব ম্যাচে অনিশ্চিত বাগানের তিন ফুটবলার
এছাড়াও জেসুস জেমিনেজ পেয়েছেন ১২.৭৮% ভোট। মনবীর সিং পেয়েছেন ৮.৪৬% ভোট। সন্দেশ ঝিঙ্গান পেয়েছেন ৫.৬৭% ভোট এবং ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মাউরিসিও পেয়েছেন ০.৪২% ভোট। বলা যায় অতি সহজেই এই খেতাব জয় করেছেন আলাদিন। পরিসংখ্যান অনুযায়ী দেখলে গত মাসে প্রায় ৩৫৭ মিনিটের কাছাকাছি সময় মাঠে কাটিয়েছেন আলাদিন। তারমধ্যে গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই মরোক্কান তারকা। এমনকি শট অন টার্গেটের ক্ষেত্রে ও চমকে দিয়েছেন সকলকে।
Also Read | ক্লেন্টন এবং দিমিত্রিয়সের কোন বার্তা? খুশি সমর্থকরা
সবদিক বিচার করেই সেরার সেরা হিসেবে নির্বাচিত করা হয় আলাদিন আজারেইকে। গত ম্যাচে হায়দরাবাদ এফসির মুখোমুখি হয়েছিল আলাদিনের নর্থইস্ট ইউনাইটেড। একটা সময় পিছিয়ে থাকতে হলেও পরবর্তীতে সমতায় ফিরে জয় ছিনিয়ে নেয় এই ফুটবল দল। এই ম্যাচে জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই তারকা।