নর্থইস্ট থেকে লোন চুক্তিতে পার্সিজায় গেলেন আলাদিন

গতকাল চেমা নুনেজকে বিদায় জানিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড। যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। জানা যায় মূলত গত বেশ কয়েক মাস ধরে আইএসএল নিয়ে থাকা অনিশ্চয়তার জন্যই…

Alaaeddine Ajaraie in Chennaiyin FC vs NorthEast United FC match ISL

গতকাল চেমা নুনেজকে বিদায় জানিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড। যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। জানা যায় মূলত গত বেশ কয়েক মাস ধরে আইএসএল নিয়ে থাকা অনিশ্চয়তার জন্যই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল ম্যানেজমেন্ট। এবার দলের তারকা ফুটবলার আলাদিন আজারাইকে (Alaaeddine Ajaraie) লোন চুক্তির মধ্য দিয়ে অন্যত্র পাঠাল পাহাড়ের এই ফুটবল ক্লাব। আজ ঘন্টাখানেক আগেই নিজেদের সোশ্যাল সাইটে সেই বিষয়টি জানায় টানা দুইবারের ডুরান্ড কাপ জয়ীরা। এই মরোক্কান তারকার অনুপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলতে পারে দলের পারফরম্যান্সে।

Advertisements

আজ আলাদিনের ছবি আপলোড করে লেখা হয়, ‘নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং পার্সিজা জাকার্তা ২০২৫-২৬ সিজনের শেষ পর্যন্ত আলাদিন আজারাইয়ের লোন ট্রান্সফারের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। তোমার জন্য শুভকামনা, আলায়ে।’ বলাবাহুল্য, গত কয়েক সিজন ধরেই ভারতীয় ক্লাব ফুটবল সার্কিটে যথেষ্ট নজর কেড়েছিলেন এই তারকা ফুটবলার। তাঁর সক্রিয়তার দরুন টানা দুইবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় নর্থইস্ট ইউনাইটেড। যেটা নিঃসন্দেহে বিরাট বড় চমক সকলের কাছে। আগের সিজনে মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি এবার ডায়মন্ড হারবার এফসির বিপক্ষে ও যথেষ্ট নজর কেড়েছিলেন তিনি।‌

   

এমনকি গত আইএসএলে সেরা ফুটবলার হিসেবে ও মেলে ধরে ছিলেন নিজেকে। কিন্তু আইএসএল অনিশ্চয়তার পাশাপাশি আর্থিক ক্ষতির কথা মাথায় রেখেই তাঁকে অন্যত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় জন আব্রাহামের এই ফুটবল দলের তরফে। এবার ইন্দোনেশিয়ার এই ফুটবল ক্লাবে নিজের ছন্দ বজায় রাখার চ্যালেঞ্জ থাকবে আলাদিনের। তাঁর পরিবর্তে এবার কার উপর ভরসা রাখে এই ফুটবল দল এখন সেটাই দেখার। পাশাপাশি কিছুক্ষণ আগে নিজের সোশ্যাল সাইটে নিজের নতুন দল নিয়ে ও বিশেষ পোস্ট করেন এই তারকা।

যেখানে তিনি লেখেন, ‘ এই মুহূর্তে, পার্সিজা আমার বাড়ি। আমি পার্সিজার জন্য সর্বান্তকরণে লড়াই করব, যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করব এবং সত্যিকারের অবদান রাখার চেষ্টা করব।’

Advertisements