সোমবার রাতে ফুটবল বিশ্ব সাক্ষী থাকল এমন এক ক্লাব বিশ্বকাপের (FIFA Club World Cup) ম্যাচ, যা বহুদিন মনে রাখবে সমর্থকরা। একদিনে ঘটে গেল জোড়া অঘটন। ইউরোপের দুই হেভিওয়েট ক্লাব ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি (Manchester City) ও ইতালির ইন্টার মিলান (Inter Milan) বিদায় নিল টুর্নামেন্ট থেকে। ব্রাজিলের ফ্লুমিনেন্স (Fluminense) হারাল ইন্টারকে, আর সৌদির ক্লাব আল হিলাল (Al-Hilal) রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটিকে। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই জায়ান্ট-কিলার ফ্লুমিনেন্স বনাম আল হিলাল।
প্রথমার্ধেই সিটির হয়ে গোল করেন বের্নার্দো সিলভা। মাত্র ৯ মিনিটেই এগিয়ে যায় ইংলিশ ক্লাব। সেই সময় মনে হচ্ছিল, এদিনও হয়তো অনায়াসেই জয় ছিনিয়ে নেবে সিটিজেনরা। কিন্তু ম্যাচের গতি বদলে যায় দ্বিতীয়ার্ধে।
৪৬ মিনিটে গোল করে সমতা ফেরান আল হিলালের তরুণ স্ট্রাইকার মার্কোস লিওনার্দো। এরপর ৫২ মিনিটে গোল করে সৌদি ক্লাবকে এগিয়ে দেন প্রাক্তন বার্সা তারকা ম্যালকম। তিন মিনিটের মধ্যেই আর্লিং হালান্ড গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন সিটিকে। ৯০ মিনিটে ২-২ ব্যবধানে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৪ মিনিটে হেডারে গোল করে আল হিলালকে ফের এগিয়ে দেন ডিফেন্ডার কালিদু কুলিবেলি। এর চার মিনিট পর মাঠে নেমেই গোল করে ম্যাচে উত্তেজনা ফেরান ফিল ফোডেন। মনে হচ্ছিল ম্যাচ হয়তো যাবে টাইব্রেকারে। কিন্তু ১১২ মিনিটে সিটির রক্ষণের বড় ভুলকে কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন লিওনার্দো। সেখান থেকেই আর ফিরে আসতে পারেনি গতবারের ইউরোপের চ্যাম্পিয়নরা।
ইতালির অন্যতম সফল ক্লাব ইন্টার মিলানকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল ব্রাজিলের ফ্লুমিনেন্স। ম্যাচ জুড়ে নিয়ন্ত্রণে ছিল ব্রাজিলিয়ান ক্লাবের। স্কোরলাইনের দিক থেকে হয়তো খুব বড় জয় নয়, কিন্তু গতি, পাসিং এবং প্রেসিংয়ে ইন্টারকে চাপে রেখেছিল তারা। গোল করেন জারদিন এবং আন্দ্রে।
এখন সব নজর কোয়ার্টার ফাইনালের দিকে। ফ্লুমিনেন্স বনাম আল হিলাল ম্যাচটি হয়ে উঠছে “জায়ান্ট-কিলারদের দ্বৈরথ”। কে যাবে সেমিফাইনালে? এশিয়ার প্রতিনিধি নাকি দক্ষিণ আমেরিকার বীর? দুই দলই আত্মবিশ্বাসে টইটম্বুর।
Al-Hilal qualify to FIFA Club World Cup quarter final beat Manchester City by 4-3