গত ফুটবল মরশুমে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন আকাশ মিশ্রা (Akash Mishra)। যারফলে, নয়া মরশুম শুরুর অনেক আগে থেকেই এই তারকা ফুটবলারকে পেতে ঝাঁপিয়ে ছিল মোহনবাগান। সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছিল অনেকটা দূর। এমনকি সবুজ-মেরুন ব্রিগেডে আসার জন্য নাকি মৌখিক সম্মতি ও দিয়েছিলেন এই তরুণ ফুটবলার। তবে শেষ রক্ষা হয়নি। মোহনবাগানকে পিছনে ফেলে অধিনায়ক রাহুল ভেকের মুম্বাই দলকে বেছে নিয়েছিলেন এই ফুটবলার।
জানা গিয়েছিল, হায়দরাবাদ এফসি কে রেকর্ড অর্থ প্রদান করে এই তরুণ প্রতিভা কে নেয় গতবারের আইএসএলের লিগ শিল্ড উইনার্সরা। তবে সেখানেই শেষ নয়। আরও জানা গিয়েছে, গত মরশুমে আইএসএল খেলা মুম্বাই দলের তারকা ফুটবলার ভিগনেশ দক্ষিণামূর্তির সাথে সোয়াইপ ডিল ও করা হয়েছিল থাকে কেন্দ্র করে। তবে বর্তমানে মারডেকা কাপের জন্য জাতীয় শিবিরে ব্যস্ত থাকলেও এবার নতুন দায়িত্ব পেলেন এই তরুণ ভারতীয় ফুটবলার।
এবার টেচকোর তত্বাবধানে থাকা জনপ্রিয় ফুটবল ক্লাব লখনৌ এফসির দায়িত্বে আসীন হয়েছেন আকাশ মিশ্রা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বর্তমানে এই দলের কো-ওনার হিসেবে আসীন হয়েছেন ভারতীয় দলের এই তারকা।