HomeSports NewsIndia vs England : জাতীয় দলে একসঙ্গে খেলবেন বাংলার দুই ক্রিকেটার! তৈরি...

India vs England : জাতীয় দলে একসঙ্গে খেলবেন বাংলার দুই ক্রিকেটার! তৈরি হয়েছে সম্ভাবনা

- Advertisement -

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট (India vs England 4th Test) ম্যাচে ইন্ডিয়ার হয়ে টেস্ট আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ পেতে পারেন তরুণ এক পেস বোলার। এই মুহূর্তে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের দুটি ম্যাচ শেষ হওয়ার পরে আকাশ দীপকেও বাকি তিনটি ম্যাচের জন্য টিম ইন্ডিয়ায় বেছে নেওয়া হয়েছিল। ভক্তরা আশা করেছিলেন আকাশ দীপ (Akash Deep) তৃতীয় টেস্টে অভিষেকের সুযোগ পাবেন। কিন্তু তা হয়নি। যার পরে এখন আশা করা হচ্ছে যে আকাশ দীপ রাঁচিতে অনুষ্ঠিত চতুর্থ টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক টেস্ট অভিষেক করতে পারেন। 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এখনও পর্যন্ত দুর্দান্ত বোলিং করেছেন টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। এখনও পর্যন্ত সিরিজের তিন ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন বুমরাহ। তবে শোনা যাচ্ছে, রাঁচিতে হতে চলা চতুর্থ টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। বুমরাহ দীর্ঘদিন ধরে একটানা ক্রিকেট খেলছেন, তাই কোচ রাহুল দ্রাবিড় জসপ্রীতকে এক ম্যাচের জন্য বিশ্রাম দিতে পারেন। 

   

চতুর্থ টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিলে অভিষেকের সুযোগ পেতে পারেন আকাশ দীপ। এমনটা হলে চতুর্থ টেস্টে মহম্মদ সিরাজের সঙ্গে দেখা যেতে পারে মুকেশ কুমার ও আকাশ দীপ জুটিকে। অন্যদিকে, তৃতীয় ম্যাচের আগে মুকেশ কুমারকে রঞ্জি ট্রফির জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। এরপর শেষ রঞ্জি ট্রফির ম্যাচে মুকেশ কুমার অসাধারণ বোলিং করে ১০ উইকেট নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে চতুর্থ টেস্টে দলে জায়গা পেতে পারেন মুকেশ কুমারও।

https://twitter.com/Thalastan/status/1756581304768835938?t=3cI0t7Q4x0MTX7U0usBfcg&s=19

এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে ভারতীয় দল। এর পরে দুর্দান্ত প্রত্যাবর্তন করে পরপর দুটি ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। এখন টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। রাঁচি টেস্ট ম্যাচ যদি টিম ইন্ডিয়া জিতে যায়, তাহলে এই সিরিজও জিতবে দল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular