Umran Malik: ১৬৪ দিন ধরে ‘নিখোঁজ’ ভারতের তারকা ক্রিকেটার! অবশেষে উঠল প্রশ্ন

Akash Chopra

জম্মুর ফাস্ট বোলার উমরান মালিক (Umran Malik), যিনি আইপিএলে তার গতি দিয়ে উজ্জ্বল হয়েছেন, তিনি আজকাল শিরোনাম থেকে দূরে। ১৬৪ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি। সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে বেশ কিছুদিন ধরেই খুব একটা আলোচনায় আসেননি। এমন পরিস্থিতিতে সবাই প্রশ্ন তুলছেন, উমরান কোথায়?

Advertisements

আকাশ চোপড়া প্রশ্ন তোলেন, ‘কোন এক খেলোয়াড় এক সময় ভারতীয় দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। তাকে গতির সওদাগর বলা হতো। তাকে লাল বলের ক্রিকেটে এনে বিশ্বকাপে খেলানোর কথা বলা হলেও এখন তিন মাস ধরে উধাও হয়ে গেছেন তিনি। এমনকি ভারত ‘এ’ দলের জন্যও তাকে দলে নেওয়া হচ্ছে না। উমরান মালিক কোথায় এবং আর সঙ্গে কী ঘটছে? এসব আমাদের জানা দরকার।’

   

২০২৩ সালের জুলাইয়ে উমরান মালিককে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছেন তিনি। এরপর থেকে বেশ কয়েকটি ঘরোয়া ম্যাচও খেলেছেন। ২০২৪ সালের রঞ্জি ট্রফিতে খেলছেন এবং জম্মু ও কাশ্মীর দলের অংশ। হিমাচল প্রদেশের বিপক্ষে একটিও উইকেট পাননি তিনি। একই সঙ্গে ম্যাচটি ড্র তে শেষ হয়। এর আগে সৈয়দ মুশতাক আলি ও বিজয় হাজারে ট্রফিতে খুব একটা প্রভাব ফেলেনি তিনি।

Advertisements

উমরান মালিক গতির জন্য বিখ্যাত।  ১০ ওয়ানডেতে ১৩ উইকেট এবং ৮টি টি-টোয়েন্টিতে ১১ উইকেট নিয়েছেন তিনি।  ওয়ানডেতে তার ইকোনমি ৬.৫৪ এবং টি-টোয়েন্টিতে ১০.৪। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। এখন দেখার বিষয় তিনি আবার কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। আশা করছি আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে দেখা যাবে তাকে। ফ্র্যাঞ্চাইজি তাকে ধরে রেখেছে।