অর্শদীপকে নিয়ে ভবিষ্যতবাণী আকাশ চোপড়ার

arshdeep singh

আজ ক্রিকেট নন্দনকাননে ভারত বনাম ইংল্যান্ড (India Vs England) প্রথম টি-টোয়েন্টি সিরিজ (T20I Series)। দুই দলই তাদের স্কোয়াড প্রকাশ করেছে। টিম প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Akash Chopra) অর্শদীপ সিং (Arshdeep Singh)-এর প্রশংসা করেছেন।

তিনি বলেছেন ভারতের পেসার অর্শদীপ সিং ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে “গুরুত্বপূর্ণ” ভূমিকা পালন করবেন।

   

আকাশ চোপড়া এক সংবাদ মাধ্যমে বলেন, ভারতের জন্য দ্রুত উইকেট পাওয়া খুবই জরুরি। কারণ ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালী। প্রাক্তন ক্রিকেটার অর্শদীপের প্রথম ওভারে উইকেট নেওয়ার ক্ষমতার প্রশংসা করেন।

আকাশ চোপড়া বলেন,”অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের ওপেনিং পেয়ার হিসেবে বেন ডাকেট এবং ফিল সল্ট রয়েছে। নং ৩-এ রয়েছে জস বাটলার এবং আপনি বুঝতে পারবেন যে তাদের উইকেট না পড়লে খুব সমস্যায় পড়তে হবে। কিন্তু এই বোলারের সবচেয়ে ভালো দিক হলো। সে প্রথম কয়েকটি ওভারে উইকেট নেয়। তার ভ্যারিয়েশনও আছে,”

অর্শদীপ ২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার টি-টোয়েন্টি অভিষেক করেন। এরপর তিনি ৬০টি ২০ ওভারের ম্যাচে ৯৫ উইকেট নেন এবং তার ইকোনমি রেট ৮.৩২। বাঁহাতি খেলোয়াড় অর্শদীপ সিং। গত কয়েক বছর ধরেই টি-টোয়েন্টি দলে তিনি নিয়মিত সদস্য। 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২২ জানুয়ারি কলকাতায় শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ২৫ ও ২৮ শে জানুয়ারি চেন্নাই এবং রাজকোটে অনুষ্ঠিত হবে। সিরিজের চতুর্থ ম্যাচটি ৩১ শে জানুয়ারি পুনেতে হবে এবং পঞ্চম ম্যাচটি ২ রা ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড: সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), সঞ্জু স্যামসন (WK), আভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নিতীশ কুমার রেডি, অক্ষর পটেল (VC), হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিশনোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (WK)

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন