এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) জন্য এখন অপেক্ষার প্রহর গোনা চলছে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই বহু প্রতীক্ষিত টুর্নামেন্ট। এবারের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহিতে এবং ফরম্যাট হচ্ছে টি-টোয়েন্টিতে। আটটি দল অংশগ্রহণ করছে দুই গ্রুপে বিভক্ত হয়ে। ভারত, পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী রয়েছে গ্রুপ এ’তে।
নতুন অধিনায়ক পেল ভারত! শ্রেয়সকে অধিনায়ক ঘোষণা করল BCCI
ভারতীয় দল (India Cricket Team) ইতিমধ্যেই ৪ সেপ্টেম্বর দুবাই পৌঁছে গিয়েছে। টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর, আয়োজক দেশের বিরুদ্ধে। এই সময়েই সামনে এসেছে ভারতীয় ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) এক গুরুত্বপূর্ণ মন্তব্য। নিজের ইউটিউব চ্যানেলে তিনি এশিয়া কাপ ২০২৫ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে টিম ইন্ডিয়ার এমন ৫ জন ক্রিকেটারের নাম তুলে ধরেছেন, যাঁদের পারফরম্যান্স টুর্নামেন্টে দলের ভবিষ্যৎ নির্ধারণে মুখ্য ভূমিকা নিতে পারে।
হার্দিক পান্ডিয়া : ‘ম্যাচ টার্নার অলরাউন্ডার’
ভারতের পথেই হাঁটল পাকিস্তান! উদ্বোধনী অনুষ্ঠান বয়কট ফাতিমা সানাদের
রাহানের মতে, হার্দিক পান্ডিয়ার উপস্থিতি ভারতীয় দলের জন্য বড় অ্যাডভান্টেজ। একজন দক্ষ অলরাউন্ডার হিসেবে ব্যাটে-বলে তিনি ম্যাচের রং একাই বদলে দিতে পারেন। রাহানে বলেন, “হার্দিক এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার। এই টুর্নামেন্টে ওর কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করাই যায়। যদি ও ছন্দে থাকে, তাহলে যে কোনও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও ভারত ম্যাচ বের করে আনতে পারে।”
জসপ্রীত বুমরাহ : কামব্যাক কিং
বুমরাহ ফিরেছেন দীর্ঘদিন পর টি-টোয়েন্টি ফরম্যাটে। তাঁর ফিটনেস এবং আগের মতোই বিধ্বংসী বোলিং ক্ষমতা নিয়ে টিম ম্যানেজমেন্ট যথেষ্ট আত্মবিশ্বাসী। রাহানে বলেন, “বুমরাহ একজন ম্যাচ উইনার। ওর মতো অভিজ্ঞ পেসার যেকোনও সময় উইকেট নিতে পারে। বিশেষ করে ডেথ ওভারে ওর স্পেল ম্যাচ ঘোরাতে পারে।” এশিয়া কাপ বুমরাহর জন্যও বড় পরীক্ষা হতে চলেছে কারণ এটিই তার চোট কাটিয়ে টি-২০ ফরম্যাটে প্রথম বড় টুর্নামেন্ট।
আর্শদীপ সিং : ‘নতুন বলের যোদ্ধা’
দোহায় ‘ডু অর ডাই’ ম্যাচে এই তিন ফুটবলার হতে পারেন নায়ক!
আর্শদীপ সিং নিয়ে রাহানে যথেষ্ট আশাবাদী। তাঁর মতে, আর্শদীপের সুইং, ইয়র্কার এবং পাওয়ারপ্লে-তে উইকেট নেওয়ার ক্ষমতা ভারতীয় দলের অন্যতম অস্ত্র হতে পারে। রাহানে বলেন, “আর্শদীপ দু’দিকেই বল সুইং করাতে পারে। ওর মতো বোলার পাওয়ার প্লেতে ভারতকে এগিয়ে দিতে পারে।”
সূর্যকুমার যাদব : ‘মিডল অর্ডারের ম্যাজিশিয়ান’
একদিনের ফর্ম্যাটে মাঝে মাঝে ব্যর্থ হলেও, টি-২০ তে সূর্যকুমার যাদব হলেন ভারতের নির্ভরযোগ্য ফিনিশার এবং ইনোভেটিভ ব্যাটার। ৩, ৪ কিংবা ৫ নম্বরে নামলে তিনি ইনিংস গড়তেও পারেন, আবার প্রয়োজন অনুযায়ী আগ্রাসী খেলতেও পারেন। রাহানে বলেন, “ওর ৩৬০ ডিগ্রি শট ক্রিকেটকে অন্য লেভেলে নিয়ে গিয়েছে। সূর্যকুমার ছন্দে থাকলে ভারতের মিডল অর্ডার ধ্বংসাত্মক হয়ে উঠবে।”
অক্ষর প্যাটেল : ‘স্পিন ও অলরাউন্ড শক্তি’
কত নম্বরে খেলবেন সঞ্জু? গম্ভীরকে ‘বিরাট পরামর্শ’ ভারতীয় কিংবদন্তির
অক্ষর প্যাটেলকে নিয়ে রাহানের মন্তব্য ছিল সোজাসাপ্টা। তিনি বলেন, “ও ব্যাটে-বলে ভারসাম্য এনে দেয়। মিডল ওভারে উইকেট তুলতে পারে আবার শেষের দিকে ব্যাট হাতেও কার্যকরী হতে পারে।” অক্ষর প্যাটেল এই মুহূর্তে রাভীন্দ্র জাদেজার যোগ্য বিকল্প হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।
রাহানের বিশ্লেষণে স্পষ্ট, ভারতে এমন একাধিক ম্যাচ-উইনার রয়েছে। সেক্ষেত্রে তারা এবারের এশিয়া কাপে বড় ভূমিকা নিতে পারেন। হার্দিক থেকে বুমরাহ, আর্শদীপ থেকে সূর্যকুমার কিংবা অক্ষর প্রত্যেকেই নিজেদের দিনে বিপক্ষকে একাই কাবু করার ক্ষমতা রাখেন। এখন দেখার, মাঠে তারা কতটা জ্বলে উঠতে পারেন।
🏅 Sports
1. Ajinkya Rahane picks 5 Indians to watch in Asia Cup; Suryakumar Yadav to captain, Gill vice-captain.2. Aryna Sabalenka and Amanda Anisimova face off in US Open final; Yuki Bhambri’s dream ends in men’s doubles semis.
3.Indian women’s hockey team starts Asia Cup…
— Omoni tomi (@OmoniTomi_) September 5, 2025
Ajinkya Rahane picks top 5 India Cricket Team players to watch in Asia Cup 2025