আইপিএল ২০২৬ (IPL 2026) আগে কলকাতা নাইট রাইডার্স শিবিরে চিন্তার ভাঁজ। দলের অভিজ্ঞ নেতা ও সম্ভাব্য অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) হঠাৎ করেই ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার মুম্বই ক্রিকেট সংস্থাকে (এমসিএ) নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের বাকি দু’টি ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাহানে।
টাইগারদের বিপক্ষে কোহলির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন বিস্ময় বালক
২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির পরবর্তী পর্ব। এই পর্যায়ে মুম্বইয়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ২২ থেকে ২৫ জানুয়ারি হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ এবং ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এই দু’টি ম্যাচেই রাহানেকে পাবে না মুম্বই। এমসিএর সচিব উন্মেষ খানভিলকর জানিয়েছেন, নির্বাচক কমিটির বৈঠকের আগেই রাহানে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তিগত কারণে লাল বলের ক্রিকেটের বাকি মরশুমে তিনি খেলতে পারবেন না।
এই সিদ্ধান্ত মুম্বই দলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। এখনও পর্যন্ত গ্রুপ ডি-তে পাঁচ ম্যাচে তিনটি জয় নিয়ে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে মুম্বই। কোনও ম্যাচে হারেনি তারা এবং শীর্ষে রয়েছে। এমন অবস্থায় অভিজ্ঞ ব্যাটারের অনুপস্থিতি দলকে কিছুটা হলেও চাপে ফেলবে বলে মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।
ভারত-বাংলাদেশ ম্যাচে শুরুতেই উত্তেজনা, সূর্যকে অনুসরণ আয়ুষের!
তবে প্রশ্ন উঠছে, রাহানে কি অসুস্থ? আপাতত তেমন কোনও ইঙ্গিত নেই। বরং শনিবারই ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমসিএ-র ‘ক্রিকেট কিট ফেয়ার’ উদ্বোধন করতে দেখা গিয়েছে তাঁকে। সব মিলিয়ে তাঁর সিদ্ধান্ত ঘিরে জল্পনা তুঙ্গে। অনেকেরই ধারণা, টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই হয়তো এই বিরতির সিদ্ধান্ত।
View this post on Instagram
গত কয়েক বছরে রাহানের কেরিয়ার গ্রাফ ওঠানামার মধ্যেই রয়েছে। বিজয় হাজারে ট্রফিতে তিনি খেলেননি, যদিও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। ১০ ম্যাচে ৩৯১ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। গড় ছিল ৪৮.৮৭, সঙ্গে তিনটি অর্ধশতরান। কিন্তু রঞ্জি ট্রফিতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। চার ম্যাচে ২০৯ রান, গড় মাত্র ৩৪.৮৪। একটি মাত্র শতরান, সেটিও ছত্তিশগড়ের বিরুদ্ধে।
মরশুমের শুরুতেই মুম্বইয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রাহানে। গত মরশুমে তাঁর নেতৃত্বেই সাত বছরের খরা কাটিয়ে রঞ্জি ট্রফি জিতেছিল মুম্বই, পরে ইরানি কাপও আসে ঘরে। কিন্তু চলতি মরশুমে নেতৃত্বের দায়িত্ব নিতে চাননি তিনি, শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতেই আগ্রহী ছিলেন।
এই প্রেক্ষাপটে আইপিএল ২০২৬ কেকেআরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। গত আইপিএলে রাহানের নেতৃত্বে সাফল্যের মুখ না দেখলেও তাঁকে রিটেন করেছে শাহরুখ খানের দল। এতে স্পষ্ট, রাহানের ওপর আস্থা এখনও অটুট। তবে রঞ্জি ট্রফি থেকে তাঁর এই হঠাৎ সরে দাঁড়ানো কেকেআর শিবিরে কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়েছে।
৮৫টি টেস্টে ৫০৭৭ রান, ১২টি শতরান ও ২৬টি অর্ধশতরান। ভারতীয় ক্রিকেটে রাহানের অবদান অস্বীকার করার উপায় নেই। জাতীয় দলে শেষবার খেলেছেন ২০২৩ সালের জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের মাধ্যমে ফেরার লড়াই চালাচ্ছিলেন তিনি। কিন্তু বর্তমান সিদ্ধান্ত সেই লড়াইয়ে সাময়িক বিরতির ইঙ্গিতই দিচ্ছে।
ব্যক্তিগত কারণেই কি এই বিরতি, নাকি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ তার উত্তর সময়ই দেবে। আপাতত রঞ্জি ট্রফিতে রাহানেকে ছাড়াই মাঠে নামতে হবে মুম্বইকে, আর আইপিএলের আগে কেকেআর শিবিরে বাড়ছে প্রতীক্ষা ও উৎকণ্ঠা।
