Mohun Bagan: আইজল এফসির এই তরুণ প্রতিভার দিকে বাড়তি নজর সবুজ-মেরুনের

নতুন সিজনে এএফসির ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়াণ্টস। যা নিয়ে খুশির আবহ রয়েছে সমর্থকদের মধ্যে। সেজন্য,অনেক আগে থেকেই ঘর সাজানোর কাজ শুরু…

Lalrinzuala Lalbiaknia

নতুন সিজনে এএফসির ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়াণ্টস। যা নিয়ে খুশির আবহ রয়েছে সমর্থকদের মধ্যে। সেজন্য,অনেক আগে থেকেই ঘর সাজানোর কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেণ্ট। তবে নতুন মরশুমে একাধিক বদল আসতে চলেছে দলের অন্দরে। যতদূর খবর, দল থেকে বাদ পড়তে পারেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু থেকে শুরু করে অজি ডিফেন্ডার ব্রান্ডন হ্যামিল এবং জনি কাউকোর মতো ফুটবলাররা। তার বদলে একাধিক দাপুটে ফুটবলারদের আনার পরিকল্পনা রয়েছে বাগান শিবিরের।

আগামী কয়েকদিনের মধ্যেই তা ঘোষণা করতে পারে সবুজ-মেরুন শিবির। তবে শুধু বিদেশী ফুটবলারই নয়, নিজেদের দেশীয় ব্রিগেডকে ও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে ময়দানের এই প্রধানের। এক্ষেত্রে তাদের নজর গিয়ে পড়েছে আইলিগের অন্যতম সফল ক্লাব আইজল এফসির দিকে। তাদের দলের অন্যতম তরুণ ফরোয়ার্ড লালরিনজুয়ালা লালবিয়াকনিয়ার দিকে।

   

উল্লেখ্য, গত ফুটবল সিজনে আইজলের জার্সিতে অনবদ্য পারফরম্যান্স ছিল এই ভারতীয় ফুটবলারের। মোট ২০টি ম্যাচ খেলে ১৫টি গোল এবং ৩টি অ্যাসিস্ট থেকেছে লালবিয়াকনিয়ার। বলতে গেলে গোটা আইলিগ সিজনে মোট ১৮ টি গোল কন্ট্রিবিউশন থেকছে এই ভারতীয় ফুটবলার।

সবদিক বিচার বিবেচনা করেই নতুন সিজনের জন্য তাকে দলে টানতে মরিয়া মহামেডান স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে শক্তিশালী মুম্বাই। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনও কিছু। এসবেই মাঝেই তাকে পাওয়ার জন্য এবার আগ্রহ প্রকাশ করেছে মোহনবাগান। মূলত তাকে দলে রেখেই এএফসির ফুটবল টুর্নামেন্ট খেলতে যাওয়ার পরিকল্পনা করছে দল। শেষ পর্যন্ত আদৌ কথায় সাইন করেন এই তরুণ ফুটবলার এখন সেটাই দেখার।