হায়দরাবাদের এই তরুণ ডিফেন্ডারের দিকে নজর আইজল এফসির

আগের ফুটবল মরসুমটা একেবারেই সুখকর ছিল না আইজল এফসির (Aizawl FC)। বিশেষ করে আইলিগের প্রথম লেগে লড়াকু পারফরম্যান্স করলেও সময় এগোনোর সাথে সাথেই পিছিয়ে পড়তে…

Laldanmawia Ralte

আগের ফুটবল মরসুমটা একেবারেই সুখকর ছিল না আইজল এফসির (Aizawl FC)। বিশেষ করে আইলিগের প্রথম লেগে লড়াকু পারফরম্যান্স করলেও সময় এগোনোর সাথে সাথেই পিছিয়ে পড়তে হয় মিজোরামের এই ফুটবল দলকে। গতবার ২২টি ম্যাচ খেলে মোট ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে থেকেই শেষ হয়েছিল তাঁদের অভিযান। কিন্তু সেইসব এখন অতীত। এই নয়া মরসুম থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল আইলিগ জয়ীদের। তাই বাকি ক্লাব গুলির মতো খেলোয়াড় বাছাইয়ের কাজ অনেক আগে থেকেই শুরু করেছিল আইজল।

পরবর্তীতে বহু পরিকল্পনা নিয়ে অভিযান শুরু করলেও এখনও পর্যন্ত আশানুরূপ ফল পায়নি আইলিগের এই ফুটবল দল। ডেম্পোর সঙ্গে অমীমাংসিত ফলাফলের মধ্যে দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর দ্বিতীয় ম্যাচে জয় আসলেও বজায় থাকেনি সেই ছন্দ। বর্তমানে ছয়টি ম্যাচের মধ্যে ছয় পয়েন্ট সংগ্রহ করে টেবিলের দশম স্থানে রয়েছে আইজল এফসি। যার মধ্যে একটি জয়ের পাশাপাশি রয়েছে তিনটি ড্র। দলের এমন পারফরম্যান্স নিয়ে হতাশ সকলেই। এই পরিস্থিতিতে আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগাতে মরিয়া ম্যানেজমেন্ট।

   

বিশেষ করে দলের রক্ষণভাগ মজবুত করার দিকেই বাড়তি নজর রয়েছে ভিক্টর লালবিকমাউইয়ার। এক্ষেত্রে আইএসএলের ক্লাব হায়দরাবাদ এফসির দিকে নজর পড়েছে আইজলের। বিশেষ সূত্র মারফত খবর, তাঁদের দলের তরুণ ফুটবলার লালদানমাওইয়া রাল্টেকে নিতে নাকি যথেষ্ট আগ্রহী এই পাহাড়ি ফুটবল ক্লাব। সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটা দূর। হিসাব অনুযায়ী ২০২৫ সালের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে হায়দরাবাদ এফসির চুক্তি থাকলেও বাড়তি ট্রান্সফার ফি দিয়ে এই তরুণ লেফট ব্যাককে দলে নিতে চাইছে আইজল। সেক্ষেত্রে বেশ কিছুটা শক্তিশালী হয়ে উঠবে রক্ষণভাগ।

বলাবাহুল্য, এই নয়া আইএসএল মরসুমে হায়দরাবাদ দলের জার্সিতে এখনও পর্যন্ত মোট দুইটি ম্যাচ খেলেছেন এই মিজো ডিফেন্ডার। তাই বাড়তি ম্যাচ টাইমের আশায় দল বদল করার ক্ষেত্রে ও নাকি যথেষ্ট আগ্রহী এই ফুটবলার।