
প্রাক্তন আইলিগ জয়ী দল আইজল এফসি তাদের কোচের পদে পুনরায় নিয়োগ করলো স্ট্যানলি রোজারিও’কে (Henry Standly Rozario)। বেঙ্গালুরুর বাসিন্দা এই কোচ এএফসি প্রো লাইসেন্সধারী।
কলকাতা, গোয়া, সিকিম,কেরালা,পুনে এবং ব্যাঙ্গালোরের বিভিন্ন ক্লাবে কোচিং করানোর পাশাপাশি স্ট্যানলি ভারতের জাতীয় দলের সহকারী কোচের পদ সামলেছিলেন।
কেরিয়ারের প্রথম দিকে সার্ভিসেস এবং ইন্ডিয়ান আর্মি’তে কোচিং করিয়েছিলেন স্ট্যানলি।এরপর ভারতের সিনিয়র ফুটবল দলের সহকারী কোচের দায়িত্বে আসেন তিনি।
জাতীয় দলের কাজ দুই বছর সামাল দেওয়ার পর ২০০৮ সালে ইস্টবেঙ্গলের কোচ হন।এরপর সালগাওকার,শিলং লাজংয়ের কোচের পদ সামলান।এরপর মোহনবাগানের কোচ’ও হয়েছিলেন।২০২১ সালে আইলিগের অবনমনের আওতায় থেকে আইজল’কে তুলে আনেন স্ট্যানলি,এবার দলের দায়িত্ব তুলে দেওয়া হলো তার হাতে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










