আদৌও আয়োজিত হবে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)? গত কয়েক মাস ধরে সেই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন ফুটবলপ্রেমীরা। গত ২০১৪ সাল থেকে স্বগৌরবের সহিত এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসলেও চলতি বছরের ডিসেম্বরেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে শেষ হচ্ছে সেই চুক্তি। যারফলে দেশে প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট আয়োজন নিয়ে যথেষ্ট দোটানায় আয়োজক সংস্থা তথা এফএসডিএল। সেখান থেকেই সমস্যা সূত্রপাত। মূলত মাস্টার রাইটস এগ্ৰিমেন্ট তথা এমআরএ নবীকরণ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের আয়োজনকারী সংস্থার সঙ্গে জটিলতা দেখা দেওয়ার ফলে গত কয়েক মাস ধরে বারংবার প্রশ্নের মুখে পড়েছে আইএসএলের আয়োজন।
সেই সমস্যা কাটিয়ে সমাধান সূত্র খুঁজে বের করার উদ্দেশ্য নিয়েই গত ৭ই আগস্ট রাজধানীর বুকে দল গুলিকে নিয়ে আলোচনায় বসেছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। সেখানে মৌখিক সম্মতিতে দেশের প্রথম ডিভিশন লিগ আয়োজনের কথা জানিয়েছিলেন সভাপতি। কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে জানা যায়নি কিছু। উল্লেখ্য, প্রথম ডিভিশন লিগ আয়োজনের বিনিময়েই এবারের সুপার কাপে অংশগ্রহণের সম্মতি জানিয়েছে সিংহভাগ ফুটবল দল। কিন্তু আইএসএল কিংবা প্রথম ডিভিশন লিগ নিয়ে কোন প্রশ্নের মুখে রয়ে গিয়েছে সমস্ত কিছু। এই পরিস্থিতিতে গত কয়েকদিন আগেই এআইএফএফকে ফের চিঠি দেয় ক্লাবগুলি।
যেখানে এবার তাঁদের সঙ্গে যোগদান করে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ আয়োজনকে কেন্দ্র করে আদালতের হস্তক্ষেপ চাওয়ার কথা। পরবর্তীতে সেই সম্মতি মেলায় এবার ফের আলোচনায় বসতে চলেছে উভয়পক্ষ। যতদূর জানা গিয়েছে, আগামী সোমবার বিকেলে বেঙ্গালুরুর একটি বিশেষ সভা ঘরে আলোচনায় বসতে চলেছে এফএসডিএল এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা। যেখানে আলোচিত হবে প্রথম ডিভিশন লিগের সম্পূর্ণ বিষয়টি।
এখন এই আলোচনার দিকেই নজর রয়েছে প্রত্যেকের। বলাবাহুল্য, গত কয়েক মাস ধরে প্রথম ডিভিশন লিগ আয়োজনকে কেন্দ্র করে যে অচলাবস্থা দেখা দিয়েছে তাঁর প্রভাব পড়েছে দেশের ক্লাবগুলিতে। ইতিমধ্যেই সিনিয়র টিমের কার্যক্রমে নিষ্ক্রিয়তা দেখিয়েছে একাধিক ফুটবল ক্লাব। এমনকি ফোর্স ম্যাজিউয়ের মধ্য দিয়ে দলের খেলোয়াড়দের সঙ্গে চুক্তির স্থগিতাদেশ নামিয়ে এনেছে ওডিশা এফসি থেকে শুরু করে বেঙ্গালুরু এফসির মতো ফুটবল ক্লাব। অনেকেই মনে করছে এই আলোচনার মধ্য দিয়ে হয়তো বেরিয়ে আসবে কোনও সমাধান সূত্র।