ISL ভবিষ্যৎ অনিশ্চিত! ফিফার পর ফেডারেশনকে কড়া চিঠি দিল AFC

ভারতীয় ফুটবলের (Indian Football) অস্থিরতা যেন থামছেই না। ফিফার পর এবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) ভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) কড়া বার্তা দিল। দেশের শীর্ষ লিগ…

AIFF under pressure as AFC demands ISL clarity amid Indian Football Crisis

ভারতীয় ফুটবলের (Indian Football) অস্থিরতা যেন থামছেই না। ফিফার পর এবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) ভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) কড়া বার্তা দিল। দেশের শীর্ষ লিগ ইন্ডিয়ান সুপার লিগের (ISL) আয়োজন নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে এএফসি। আইএসএলের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্লাবগুলির এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলে চিঠি পাঠানো হয়েছে এআইএফএফকে।

শুধু ফিফা নয়, এশিয়ার নিয়ামক সংস্থাও ভারতের ফুটবল প্রশাসন নিয়ে ক্ষুব্ধ। সংশোধিত সংবিধান প্রকাশে বিলম্ব, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং লিগ শিডিউল না থাকায় ফেডারেশনকে তীব্রভাবে আক্রমণ করেছে AFC। ISL কবে শুরু হবে, আদৌ এই মরসুমে লিগ আয়োজন হবে কি ? তা নিয়ে এআইএফএফের তরফে কোনও স্পষ্ট ঘোষণা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে তারা।

   

এএফসির সাধারণ সম্পাদক দাতুক সেরি উইন্ডসর জন একটি চিঠি পাঠিয়েছেন ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণকে। চিঠিতে লেখা হয়েছে, ‘ভারতের শীর্ষ-স্তরের লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। এটি গভীর উদ্বেগজনক। ক্লাবগুলির আর্থিক এবং ক্রীড়াগত কর্মকাণ্ড এতে ব্যাহত হচ্ছে। বেতন বিলম্বিত হচ্ছে, স্পনসরশিপ অনিশ্চয়তায় পড়েছে। ফুটবলের সামগ্রিক স্থিতিশীলতার পক্ষে এটি আশঙ্কার।’

চিঠিতে আরও বলা হয়েছে, এমন পরিস্থিতিতে AIFF ভবিষ্যতে ক্লাব লাইসেন্সিংয়ের ক্ষমতা ধরে রাখতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। AFC জানতে চেয়েছে, ২০২৫-২৬ মরসুমে ভারতের কোন ক্লাব ACL ২-তে খেলবে এবং কোন পদ্ধতিতে সেই দল নির্বাচন হবে?

ফুটবল সূচি অনুযায়ী, আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন দল সরাসরি AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে খেলার সুযোগ পায়। সুপার কাপ চ্যাম্পিয়নরা খেলে প্রিলিমিনারি রাউন্ডে। তবে চলতি মরসুমে ISL আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শীর্ষ আদালতে মামলা চলায় এখনও কোনও চূড়ান্ত নির্দেশ আসেনি। আগামী সোমবার সুপ্রিম কোর্ট রায় দিতে পারে বলে জানা গিয়েছে।

Advertisements

এমন পরিস্থিতিতে এএফসি জানতে চেয়েছে যদি আইএসএল না হয়, তাহলে কি অন্য কোনও টুর্নামেন্ট দিয়ে ক্লাব নির্বাচন হবে? এআইএফএফ কী ভাবছে এই বিষয়ে? ক্লাবগুলির আর্থিক ও ক্রীড়াগত প্রস্তুতি কীভাবে বজায় থাকবে? মার্কেটিং পার্টনারদের সঙ্গে বাণিজ্যিক চুক্তির বর্তমান অবস্থা কী? এসব নিয়েই এএফসি বিস্তারিত রিপোর্ট চেয়েছে।

এর আগে বুধবার ফিফা এবং এএফসি যৌথভাবে ফেডারেশনকে চিঠি দিয়েছিল। তাতে সংবিধান সংশোধন এবং নির্বাচন সংক্রান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। বার্তা ছিল পরিষ্কার যদি নির্ধারিত সময়সীমার মধ্যে সব কিছু সম্পন্ন না হয়, তবে ভারতীয় ফুটবল আবারও নির্বাসনের মুখে পড়তে পারে। এখন আবার নতুন করে ISL আয়োজন নিয়েও জবাবদিহি করতে হচ্ছে ফেডারেশনকে।

AIFF under pressure as AFC demands ISL clarity amid Indian Football Crisis