সুপ্রিম-নির্দেশে আপাতত স্বস্তিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন

গত আগস্ট মাসের শেষেই দেখা দিয়েছিল বিপত্তি। দ্বিতীয়বার ফিফার ব্যাণের হুঁশিয়ারি এসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) কাছে। সেই নিয়ে বিশ্ব ফুটবল সংস্থা তথা ফিফা এবং…

AIFF President Kalyan Chaubey Addresses ISL 2025-26 Crisis

গত আগস্ট মাসের শেষেই দেখা দিয়েছিল বিপত্তি। দ্বিতীয়বার ফিফার ব্যাণের হুঁশিয়ারি এসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) কাছে। সেই নিয়ে বিশ্ব ফুটবল সংস্থা তথা ফিফা এবং এএফসির তরফে সতর্কবার্তা ও পাঠানো হয়েছিল এআইএফএফকে। যা নিঃসন্দেহে বিরাট চিন্তার ফেলে দিয়েছিল সকলকে। আসলে বহু আগে থেকেই সংবিধান সংশোধনের কথা জানানো হয়ে আসছিল দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থাকে। কিন্তু সেই নির্দেশ পালনে কার্যত উদাসীনতা দেখা দিয়েছিল ব্যাপকভাবে। যারফলেই হয়তো এবার এমন পরিস্থিতি। তবে এবার দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টের নির্দেশ স্বস্তি ফেরালো সকলের।

Advertisements

Also Read | AIFF on IFA Shiled : কবে থেকে শুরু হচ্ছে IFA শিল্ড? মিলল ফেডারেশনের সবুজ সংকেত

Advertisements

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে আসীন থাকবেন কল্যাণ চৌবে। তবে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে আপাতত নির্বাচন না হলেও আগামী চার সপ্তাহের মধ্যেই বিশেষ বৈঠকের মধ্য দিয়ে ফুটবল সংস্থা সংক্রান্ত নতুন সংবিধান কার্যকরী করে তুলতে হবে। যারফলে ফিফার শাস্তি হয়তো এড়ানো সম্ভব হবে এবার। বিশ্ব ফুটবল সংস্থার শর্ত অনুযায়ী আগামী ৩০ শে অক্টোবর পর্যন্ত সময় রয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। তার মধ্যে নয়া সংবিধান কার্যকর করতে পারলে সেক্ষেত্রে আর হয়তো কোনও সমস্যা থাকবে না কারুর। এছাড়াও আদালতে নির্দেশে আরও বলা হয়েছে যে আগামী ২০২৬ সাল পর্যন্ত ফেডারেশনের দায়িত্বে থাকবে এই কমিটি।

Also Read | আদ্রিয়ান লুনার দিকে নজর এবার পাঞ্জাবের?

উল্লেখ্য, গত ২০২২ সালে সংবিধানের নতুন খসড়া জমা দেওয়া হয়েছিল সর্বোচ্চ আদালতের কাছে। কিন্তু পরবর্তীতে এই নিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছিল প্রতি মুহূর্তে। তবে সেই সমস্যা সমাধান করে এবার অতি দ্রুততার সাথে নয়া সংবিধান লাঘু করতে মরিয়া সকলে। যারফলে আইএসএলের মতো প্রথম ডিভিশনের টুর্নামেন্টের পাশাপাশি অন্যান্য বিষয়ক গুলির ক্ষেত্রে ও সিদ্ধান্ত গ্ৰহণ করতে পারবে এই সংস্থা।