Sunday, December 7, 2025
HomeSports NewsAIFF: ক্লাব লাইসেন্সিং সম্পর্কিত তথ্য প্রকাশ ফেডারেশনের, কোন পথে দুই প্রধান?

AIFF: ক্লাব লাইসেন্সিং সম্পর্কিত তথ্য প্রকাশ ফেডারেশনের, কোন পথে দুই প্রধান?

- Advertisement -

কিছুদিন আগেই আইএসএল ফাইনালের মধ্যে দিয়ে শেষ হয়েছে ভারতীয় ক্লাব ফুটবলের মরশুম। যেখানে মোহনবাগান সুপারজায়ান্টস দলকে পরাজিত করে খেতাব জয় করেছে রাহুল ভেকের মুম্বাই সিটি এফসি।  উল্লেখ্য, এই খেতাব ছাড়া দেশীয় ফুটবলের অধিকাংশ ক্ষেত্রেই প্রবল দাপট থেকেছে বাংলার ফুটবল দল গুলির। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা বঙ্গের ফুটবলপ্রেমীদের কাছে। তবে এবার ক্লাব লাইসেন্সিং সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ তথ্য প্রকাশ করা হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফ থেকে।

যেখানে আইএসএলের প্রতিটি ক্লাবের বিষয়ে প্রকাশ করে এআইএফএফ। সেই অনুযায়ী, লাইসেন্সিং প্রক্রিয়ায় সরাসরি উত্তীর্ণ হয়েছে টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসি। তাছাড়া বাকিদের সকলেই বিভিন্ন শর্ত সাপেক্ষে ছাড়পত্র প্রদান করা হয়েছে। যার মধ্যে রয়েছে ময়দানের তিন প্রধান। অর্থাৎ ইমামি ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপারজায়ান্টস এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। ফাইনের মধ্যে দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে তাদেরকে। এছাড়াও এই তালিকায় রয়েছে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে এফসি গোয়া, চেন্নাইন এফসি এবং জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড।

   

উল্লেখ্য, এই প্রক্রিয়ায় উত্তীর্ণ হলেই পরবর্তীতে অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকে দলগুলির। এক্ষেত্রে মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও বিশেষ শর্ত সাপেক্ষে তাদের ছাড়পত্র প্রদান করা হয়েছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular