সুনীলদের হেডস্যার হওয়ার লড়াইয়ে ISL ও I-League জয়ী কোচদের সঙ্গে ইউরোপের বড় নামরাও

Top five coaches in history of Indian Football Team

ভারতীয় জাতীয় ফুটবল দলের (Indian Football Team) প্রধান কোচের পদে আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭০। গত বারের তুলনায় এটি অনেকটাই কম। কারণ সেবার সর্ব ভারতীয় ফুটবল সংস্থা (AIFF) ২৯১টি আবেদন পেয়েছিল। যদিও এবার আবেদনকারীদের মধ্যে বিশ্বকাপ কোচিং অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি কম, তবুও বেশ কিছু নামী ও অভিজ্ঞ কোচ এই পদের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

বড় নামের ভিড়

   

এই তালিকায় রয়েছেন লিভারপুলের প্রাক্তন তারকা ফুটবলার রবি ফাওলার (Robbie Fowler) এবং হ্যারি কিউয়েল (Harry Kewell)। সঙ্গে আছেন ভারতের প্রাক্তন সফল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন, যিনি দুই দফায় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে চারটি শিরোপা জিতিয়েছিলেন। এর মধ্যে রয়েছে সাফ কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ।

রবি ফাওলার এবং হ্যারি কিউয়েলের মতো ইউরোপের বড় ক্লাব থেকে উঠে আসা ফুটবলাররা এই পদে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও আবেদন করেছেন ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলের প্রাক্তন কোচ কাইও জানার্দি। বার্সেলোনা ‘বি’ দলের প্রাক্তন কোচ জর্দি ভিনিয়ালস, যিনি সাম্প্রতিক সময়ে চীনে কোচিং করিয়েছেন এবং ২০১৮ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপ দলের স্টাফ রোয়েল কাউম্যান্স।

তালিকায় রয়েছেন মরক্কোর কোচ আরিটজ লোপেজ গারাই, আফগানিস্তান ও মালদ্বীপ জাতীয় দলকে কোচিং করানো পিটার সেগার্ট এবং অভিজ্ঞ রাশিয়ার কোচ আন্দ্রে চেরনিশভ। সব মিলিয়ে একাধিক অভিজ্ঞ আন্তর্জাতিক কোচ এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোহনবাগানের জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান ইভান

ঘরোয়া কোচরাও লড়াইয়ে

যদি ফেডারেশন ঘরোয়া অভিজ্ঞতার দিকে ঝুঁকে পড়ে, তাহলে দুইবারের আইএসএল জয়ী কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) এবং গোয়ার হয়ে কোচিং করানো সফল কোচ সার্জিও লোবেরা (Sergio Lobera) অন্যতম। এছাড়াও আছেন I-League জয়ী কোচ স্টাইকস ভার্জেটিস এবং ভারতের অভিজ্ঞ কোচ খালিদ জামিল (Khalid Jamil), সঞ্জয় সেন ও সন্তোষ কাশ্যপ।

ফেডারেশনের এক সিনিয়র কর্তা জাতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গত বছর অনেক বড় কোচ আবেদন করেছিলেন, এমনকি বিশ্বকাপের দায়িত্বে থাকা কোচরাও। এ বছরও আন্তর্জাতিক আগ্রহ রয়েছে, তবে সেই ধরনের হাই-প্রোফাইল আবেদনকারী সংখ্যা কম।” গত ৪ জুলাই ফেডারেশনের তরফে কোচের পদের জন্য আবেদন আহ্বান করেছিল।

বর্তমানে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই কোচ নির্বাচন প্রক্রিয়ার ওপর। জাতীয় দলের পরবর্তী নেতৃত্বে কে থাকছেন, তা নিয়ে এখন উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ফুটবল মহল।

AIFF receives 170 applications for Indian Football Team coach job where include high profile name

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleIndian Travellers Are Now Choosing QWIK eSIMs Over Roaming, Here’s Why It’s a Game Changer
Next articleShiba Inu Price Prediction: SHIB Eyes 100% Rally as Little Pepe (LILPEPE) Ushers in a New Era of Meme Coins With Its Layer-2 Ecosystem
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।