আর কি খেলতে পারবে না লাইসেন্স পরীক্ষায় ব্যর্থ ৪ ক্লাব? জানুন কী হতে পারে আগামী দিনে

ক্লাব লাইসেন্স সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। লাইসেন্স পরীক্ষায় সরাসরি সফল হয়েছে একমাত্র পাঞ্জাব এফসি। শর্ত সাপেক্ষে উত্তীর্ণ হয়েছে মুম্বই সিটি এফসি,…

Federation announced the schedule of AIFF elections

ক্লাব লাইসেন্স সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। লাইসেন্স পরীক্ষায় সরাসরি সফল হয়েছে একমাত্র পাঞ্জাব এফসি। শর্ত সাপেক্ষে উত্তীর্ণ হয়েছে মুম্বই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং ক্লাব, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি। পরীক্ষায় ব্যর্থ হয়েছে ওডিশা এফসি, জামশেদপুর এফসি, হায়দরাবাদ এফসি ও কেরালা ব্লাস্টার্স। যে চার ক্লাব লাইসেন্স পরীক্ষায় ব্যর্থ হয়েছে তাদের ভবিষ্যৎ কী? উঠছে এই প্রশ্ন।

কেরালা ব্লাস্টার্স সহ চারটি দল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) প্রিমিয়ার -১ ক্লাবের লাইসেন্স পায়নি। লাইসেন্স না পেলে পরের মরসুমে এই চার দল খেলতে পারবে কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। ব্লাস্টার্স ছাড়াও লাইসেন্স না পাওয়া তালিকায় রয়েছে হায়দরাবাদ এফসি, ওড়িশা এফসি ও জামশেদপুর এফসি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের ক্লাব লাইসেন্সের শর্ত পুরোপুরি মেনে চলতে না পারায় এই ক্লাবগুলো ধাক্কা খেয়েছে। শর্ত মেনে পুনরায় আবেদন করার সুযোগ রয়েছে ক্লাবগুলোর সামনে।

   

তা করতে না পারলে আইএসএল ও এশিয়ান স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ক্লাবগুলি। পাঞ্জাব এফসি একমাত্র সেই ক্লাব যা সরাসরি লাইসেন্স পেয়েছে। এ বছর লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট, কলিঙ্গ সুপার কাপ বিজয়ী ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এবং সদ্য উন্নীত হওয়া মহামেডানকে শর্তসাপেক্ষে লাইসেন্স দেওয়া হয়েছে।

ফলত নতুন মরসুমের জন্য দল গঠন করার পাশাপাশি চার ক্লাবকে লাইসেন্স পাওয়ার শর্ত পূরণ করার জন্য এবার মাথা ঘামাতে হবে। সবথেকে বেশি সমস্যায় পড়তে পারে হায়দরাবাদ এফসি। ২০২৩-২৪ মরসুমে সমস্যায় জর্জরিত থেকেছে ক্লাব। বেতন সমস্যার কারণে দল ছেড়েছেন একের পর এক ফুটবলার। অনিয়মিত বেতনের অভিযোগ জানিয়েছেন ক্লাবের অনেকে। নতুন মরসুমের আগে হায়দরাবাদ এফসির সামনে এখন সমস্যার পাহাড়। কীভাবে তারা পরিস্থিতি সামাল দেবে এখন সেটাই দেখার বিষয়।