বাইচুং ভুটিয়াকে নিয়ে ‘বিস্ফোরক’ অভিযোগ কল্যাণ চৌবের

Kalyan Chaubey responded to the criticism made by Indian Football Team Former Captain Bhaichung Bhutia

সর্ব ভারতীয় ফুটবল সংস্থার (AIFF) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) সাংবাদিক সম্মেলনে প্রাক্তন ভারত অধিনায়ক (Indian Football Team Former Captain) বাইচুং ভুটিয়ার (Bhaichung Bhutia) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। বাইচুং ভুটিয়া সম্প্রতি হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন ম্যাচে ভারতের পরাজয়ের পর ফেডারেশন সভাপতির পদত্যাগ দাবি করেছিলেন এবং ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

কল্যাণ চৌবে বাইচুংয়ের সমালোচনার উত্তরে বলেন, “যারা এই পিটিশন চালাচ্ছেন, তারা পূর্বে ফেডারেশনের অংশ ছিলেন। আমি এবং আমার পরিবারকে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু আমি শুধুমাত্র তথ্য এবং পরিসংখ্যানের ভিত্তিতে কথা বলি।” তিনি আরও বলেন, “ভুটিয়া ফেডারেশনের উপদেষ্টা ছিলেন, যেখানে তিনি প্রতি মাসে ১.৫ লাখ টাকা সম্মানী পেতেন এবং তার সমস্ত খরচও বহন করা হতো। তিনি ১১টি নির্বাহী কমিটির (EC) সভায় অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি দুর্নীতির অভিযোগ তুলতে পারতেন।”

   

কল্যাণ চৌবে ভুটিয়ার ফুটবল একাডেমি নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “তিনি নিজের একাডেমির মাধ্যমে খেলোয়াড় ও তাদের পরিবারের আবেগ নিয়ে খেলছেন। তার একাডেমি মার্চ মাসে মিনার্ভা একাডেমির কাছে ৩১-০ গোলে পরাজিত হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, “বাইচুং একাডেমিগুলির পরামর্শক হিসেবে কোটি কোটি টাকা গ্রহণ করেন, কিন্তু কখনোই সেগুলো পরিদর্শন করেন না।”

বাইচুং ভুটিয়ার প্রতিক্রিয়া, “ভারতীয় ফুটবল বর্তমানে বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। খেলোয়াড়রা ও তাদের পরিবাররা বিভ্রান্ত হচ্ছেন। আমি মনে করি, এআইএফএফের বর্তমান নেতৃত্বের অধীনে ভারতীয় ফুটবল উন্নতি করতে পারবে না।” তিনি আরও বলেন, “ফেডারেশনের স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতার অভাব রয়েছে, যা ভারতীয় ফুটবলের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে।”

ভারতীয় ফুটবলের এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সমালোচনা ফুটবলপ্রেমীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। সর্ব ভারতীয় ফুটবল সংস্থার ভবিষ্যৎ এবং ভারতীয় ফুটবলের উন্নতির জন্য একটি সুস্থ ও স্বচ্ছ প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা অপরিহার্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleআর কোনো ভুল মাফ নয়! কেষ্টকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিল তৃণমূল
Next articleইরানের সাধারণ মানুষকে নেতানিয়াহুর স্বাধীনতার বার্তা
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।