গোকুলামের কাছে ক্ষমা চেয়ে ড‍্যামেজ কন্ট্রোল দেওয়ার চেষ্টা AIFF এর

শুক্রবার রাতেই সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF) ‘র উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।আর তার সাথে সাথেই ভারতীয় ফুটবলের অন্ধকার যুগের সমাপ্তি ঘটেছে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের…

শুক্রবার রাতেই সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF) ‘র উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।আর তার সাথে সাথেই ভারতীয় ফুটবলের অন্ধকার যুগের সমাপ্তি ঘটেছে।

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন‍্যে চলতি মাসেই আচমকা AIFF এর উপর নির্বাসন জারি করেছিল আন্তর্জাতিক ফুটবল সংস্থার উপর।এরপর নড়েচড়ে বসে দেশের ফুটবল প্রশাসন।কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে বিষয়টার উপর।

পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট ভেঙে দেয় ভারতীয় ফুটবল সংস্থার কার্যকর কমিটিকে।এবং গোটা বিষয়টি তারা সবিস্তারে কেন্দ্রীয় সরকার’কে জানান।কেন্দ্রীয় সরকার সেই বিষয়টি ফিফা’কে জানানোর পর থেকেই জোর গুঞ্জন ছিলো খুব শীঘ্রই এই নিষেধাজ্ঞা ফিফা তুলে দেবে।

নিষেধাজ্ঞা ওঠার পর দারুণ স্বস্তি পেয়েছে এটিকে মোহনবাগান।আগামী সেপ্টেম্বর যুবভারতীতে এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে খেলতে আর কোনও অসুবিধা রইলো না তাদের।

একদিকে যখন স্বস্তির ছাপ,তখন এআইএফএফ’এর কাছে দারুণ অস্বস্তির বিষয় হলো গোকুলাম কেরালার মহিলা দল।সাসপেনশান জারি থাকায় উজবেকিস্তান থেকে গোকুলামের মহিলা দল ফিরে এসেছিল AFC Women’s Club Championship এর ম‍্যাচ না খেলে।শেষ ১১ দিনে ভারতীয় ফুটবলের অন‍্যতম হতাশার কারণ বলা যায় এই ঘটনাকে।নিষেধাজ্ঞা ওঠার পর সর্বভারতীয় ফুটবল সংস্থা ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে।কিন্তু তাতে কতোটাই বা ক্ষত মিটবে।