বুধবার কখন ও কাদের সঙ্গে আলোচনায় বসছে ফেডারেশন?

Lalnghinglova Hmar said AIFF submission to CAS undermines its League Committee regarding Inter Kashi Footballer Mario Barco

ভারতের প্রথম সারির টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে জটিলতা অব্যাহত। পরিকল্পনা অনুযায়ী গত মাসে আইএসএলের টেন্ডারের দিনক্ষণ স্পষ্ট করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ‌পরবর্তীতে বেশ কয়েকবার দেশের ফুটবল ক্লাব গুলির সঙ্গে আলোচনায় বসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। তবে কাজের কাজ কিছুই হয়নি। সেই সময় মেলেনি কোনও সমাধান সূত্র। পরবর্তীতে এই অচলাবস্থা কাটাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হয় ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মতো ফুটবল দল গুলি। সেক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রকের তরফে।

অবশেষে বুধবার ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত সকল সংস্থার সদস্য ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশীয় ফুটবলের ক্ষেত্রে। সূচি অনুযায়ী এদিন দুপুর দেড়টায় প্রথম ইন্ডিয়ান সুপার লিগের অন্তর্ভুক্ত দল গুলির সঙ্গে বৈঠক। তারপর দুপুর ২টো বেজে ১৫ মিনিট নাগাদ আইলিগ সহ অন্যান্য ডিভিশনের ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় ও ফেডারেশন।

   

তারপর দুপুর ৩টে নাগাদ আইএসএলের বর্তমান আয়োজক সংস্থা তথা এফএসডিএলের সঙ্গে বৈঠক করবেন ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রক। ঠিক আধঘন্টা পরেই বিডে আগ্ৰহী সংস্থা গুলির সাথে আলোচনা করার কথা ক্রীড়া সংস্থার। এরপর বিকেল ৪টে নাগাদ সমস্ত সম্প্রচারকারী সংস্থা সহ ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনার পর ৪টে বেজে ৩০ মিনিট নাগাদ সকলের সাথে বিশেষ আলোচনার মধ্য দিয়ে সমাধান সূত্র খুঁজে আনার লক্ষ্য থাকবে প্রত্যেকের। এখন সেদিকেই নজর রয়েছে দেশের ফুটবলপ্রেমীদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন