I-League নিয়ে ক্লাব গুলির সঙ্গে বৈঠকে বসছে ফেডারেশন

গতবছর আইলিগ (I-League) নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। বিশেষ করে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করতে গিয়ে কার্যত হিমসিম খাওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল সেই সময়। যারফলে…

AIFF has informed Super Cup 2025 champion team will get chance AFC Champions League 2 play-off

গতবছর আইলিগ (I-League) নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক জটিলতা। বিশেষ করে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করতে গিয়ে কার্যত হিমসিম খাওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল সেই সময়। যারফলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আওতা থেকে পরবর্তীতে বিষয়টি গিয়েছিল আন্তর্জাতিক মঞ্চে। বহু অপেক্ষার পর গত কয়েক মাস আগেই ভারতীয় ক্লাব ফুটবলের এই টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত রায় দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত‌। সেই অনুযায়ী ২০২৪-২৫ মরসুমের আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল বারাণসীর ইন্টার কাশী দলকে। নামধারী এফসি ও চার্চিল ব্রাদার্সকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছিল ইন্টার কাশী।

Advertisements

তারপর থেকেই খুশির আমেজ দেখা দিয়েছিল দলের সকল ফুটবলার ও সমর্থকদের মধ্যে। কিন্তু এটি কিছুতেই মানা সম্ভব ছিল না গোয়ার চার্চিল ব্রাদার্সের কাছে। আদালতের এই রায়ের ফলে আইলিগ জয়ের তকমা হারাতে হয়েছিল গোয়ার এই ফুটবল ক্লাবকে। সেই নিয়ে পরবর্তীতে পুনরায় আদালতে দ্বারস্থ হয়েছিল চার্চিল। কিন্তু শেষ পর্যন্ত পিছু হটতে হয় তাঁদের। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ তথা আইলিগ। এখন সেদিকেই নজর রয়েছে সকল ফুটবলপ্রেমীদের।‌ সেই নিয়েই এবার উঠে আসলো নয়া তথ্য।

   

জানা গিয়েছে, আগামী ৬ই অক্টোবর আইলিগের সমস্ত ক্লাব গুলিকে নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বলতে গেলে প্রতিটি দলের সঙ্গে আলোচনার পর টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ চূড়ান্ত করবে এআইএফএফ। বলাবাহুল্য, এবারের এই আইলিগে নয়া দল হিসেবে আইলিগে অংশ নিচ্ছে বাংলার অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসি। এবার তাঁদের দিকে ও বিশেষ নজর থাকবে সকলের। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই যথেষ্ট দাপটের সাথে পারফরম্যান্স করে আসছে এই ফুটবল ক্লাব।

এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে ও যথেষ্ট ভালো পারফরম্যান্স ছিল কিবু ভিকুনার ছেলেদের। সেই ধারাই এবার প্রথম ডিভিশন আইলিগে বজায় রাখার লক্ষ্য থাকবে সকলের।