East Bengal Club : জবর খবর, ক্লাবের ওপর থেকে উঠে গেল ব্যান

east-bengal-club

ইস্টবেঙ্গল (East Bengal Club) সমর্থকদের জন্য দারুণ খবর। ক্লাবের ওপর থেকে উঠে গেল ট্রান্সফার ব্যান (Transfer Ban)। লাগাতার টানাপড়েনের পর অনেকটা স্বস্তি। ব্যান তুলে নিয়েছে সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা AIFF।

মে মাসের মাঝামাঝি সময় থেকে শোনা গিয়েছিল যে ইস্টবেঙ্গল ক্লাবের ওপর থেকে ব্যান উঠে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। এরপর কেটে গিয়েছিল অনেকটা সময়। এখন জুলাইয়ের মাঝ পথেরও বেশি। আর কয়েক দিন পর শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন। এমন সময় লাল হলুদ ক্লাবের ওপর থেকে ব্যান তুলে নিল সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা।

   

বিগত কয়েক দিন ধরেই ইস্টবেঙ্গল এবং ট্রান্সফার ব্যান সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়েছিল ময়দানে। লাইসেন্সিং-এর জন্য ৭ লক্ষ টাকা ক্লাবের প্রয়োজন, এমনটাও শোনা গিয়েছিল। স্বভাবতই প্রশ্ন জেগেছিল এতোটা টাকা কে দেবে? কারণ, প্রাক্তন বিনিয়োগকারী কোম্পানি শ্রী সিমেন্ট একাধিকবার এর দায় ক্লাবের ঘাড়ে চাপিয়েছিল।

ইস্টবেঙ্গল ক্লাব কর্তা দেবব্রত সরকার অবশ্য বরাবর এ আত্মবিশ্বাসী ছিলেন। অনেক দিন আগেই তিনি বলেছিলেন, “ক’টা টাকার ব্যাপার। ট্রান্সফার ব্যান উঠে যাবে।” শেষ পর্যন্ত শ্রী সিমেন্ট কোম্পানির পক্ষ থেকে এই টাকা মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবার নতুন ফুটবলার সই করাতে পারবে ইস্টবেঙ্গল। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন