এই বছরের শেষেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে এফএসডিএলের। নয়া চুক্তি নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি কোনও কিছু। একটা সময় ইন্ডিয়ান সুপার লিগের (Kaling Super Cup 2025) আয়োজন ঘিরে ব্যাপক ধোঁয়াশা দেখা দিলে তখন দল গঠনে কিছুটা ধীরে চলো নীতি গ্ৰহণ করেছিল ক্লাব গুলি। এমনকি পরবর্তীতে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকে ও নাম প্রত্যাহার করে নিয়েছিল কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে ওডিশা এফসি ও এফসি গোয়ার মতো দল গুলি। তবে অচলাবস্থা কাটাতে পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।
সেপ্টেম্বরের মাঝামাঝি Kaling Super Cup 2025
সেখানে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা মৌখিকভাবে জানিয়েছিলেন তিনি। সেই শর্তেই বর্তমানে দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা কলিঙ্গ সুপার কাপে অংশ নিতে আগ্রহ দেখিয়েছিল দেশের প্রথম সারির প্রত্যেকটি ফুটবল ক্লাব। জানা গিয়েছিল সব ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই হয়তো শুরু হয়ে যাবে সুপার কাপ (Kaling Super Cup 2025)। সেই কথা মাথায় রেখেই ফের প্রস্তুতি নিতে শুরু করেছিল ক্লাব গুলি। তবে নয়া তথ্য অনুযায়ী বদলেছে সেই সময়। গত কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে দেশের প্রত্যেকটি প্রথম সারির ফুটবল ক্লাবগুলির সঙ্গে ভার্চুয়ালি আলোচনা করেছিল এআইএফএফ।

Also Read | কবে থেকে রেলিগেশন রাউন্ড শুরু করছে মহামেডান? জানুন
যেখানে অধিকাংশ ক্ষেত্রেই সেপ্টেম্বরের বদলে অক্টোবরে সুপার কাপ (Kaling Super Cup 2025) খেলতে আগ্রহ প্রকাশ করেছে দলগুলি। যারফলে সব ঠিকঠাক থাকলে আগামী মাসের মাঝে মাঝে সময় থেকেই শুরু হতে পারে এই সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট। আর আমি কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে টুর্নামেন্টের সমস্ত কিছু। তবে শুধুমাত্র দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল খেলা দলগুলি নয়, দ্বিতীয় ডিভিশন টুর্নামেন্ট তথা আইলিগ খেলা মোট ছয়টি দলকে নাকি অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
Also Read | সুরুচি ম্যাচ দিয়ে সুপার সিক্স শুরু করছে ডায়মন্ড হারবার, আর কবে ম্যাচ?
তবে এক্ষেত্রে গত আইলিগের প্রথম তিনে থাকা দলগুলি সরাসরি সুযোগ পাবে সুপার কাপে (Kaling Super Cup 2025) অংশগ্রহণ করার জন্য। সেই অনুযায়ী বারাণসীর ইন্টার কাশীর পাশাপাশি চার্চিল ব্রাদার্স এবং রিয়াল কাশ্মীর দলের এই টুর্নামেন্ট খেলার সুযোগ থাকছে প্রথম থেকেই। কিন্তু পরবর্তীতে যদি এই তিন ফুটবল দলের মধ্যে কোনও দল অংশগ্রহণে অনিচ্ছা প্রকাশ করে কিংবা নাম প্রত্যাহার করে নেয় সে ক্ষেত্রে সুযোগ পাবে পরের ক্লাবগুলি।