Sunil Chhetri: যুবভারতীতে দেওয়া হতে পারে সুনীল ছেত্রীর মুখোশ, রয়েছে একাধিক পরিকল্পনা

জুন মাসের প্রথমদিকে ভারতীয় ফুটবল দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এখন এই ম্যাচের জন্য নিজেদের তৈরি করছেন দলের ফুটবলাররা। আসলে…

Sunil Chhetri AIFF

জুন মাসের প্রথমদিকে ভারতীয় ফুটবল দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এখন এই ম্যাচের জন্য নিজেদের তৈরি করছেন দলের ফুটবলাররা। আসলে শক্তিশালী কুয়েতকে গত বছর হারানো সম্ভব হলেও বর্তমানে খুব একটা ছন্দে নেই ব্লু টাইগার্স।

   

গত মার্চ মাসে তারা পরাজিত হয়েছে দুর্বল আফগানিস্তানের কাছে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সমর্থকদের কাছে‌। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই গুরপ্রীতদের। পাশাপাশি এই ম্যাচের উপরেই নির্ভর করছে জাতীয় দলের কোচ ইগর স্টিমাচের ভবিষ্যত। এবার ও দল ধরাশায়ী হলে দায়িত্ব হারাতে পারেন তিনি।

তাছাড়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে টিকে থাকতে হলে আগামী দুই ম্যাচে কুয়েত ও কাতারের বিপক্ষে জয় পেতে হবে ব্লু-টাইগার্সদের। তাই এই ম্যাচে মরিয়া চেষ্টা থাকবে সকলের। পাশাপাশি ভারতীয় দলের অধিনায়ককে সম্মান জানাতে মরিয়া বঙ্গীয় ফুটবল ফেডারেশন।

তবে এক্ষেত্রে অনেকাংশেই নির্ভর করছে ফিফা এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অনুমোদন। তা সম্ভব হলে কুয়েত ম্যাচে সুনীল ছেত্রীকে সম্মান জানানোর উদ্দেশ্যে একাধিক পরিকল্পনার বাস্তবায়ন করবে আইএফএ। গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই ইঙ্গিত দিয়েছেন সচিব অনির্বাণ দত্ত‌।

জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী ৬ই জুন যুবভারতীতে সমর্থকদের দেওয়া হতে পারে সুনীল ছেত্রীর মুখোশ। যা নিঃসন্দেহে বড়সড় পদক্ষেপ। কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত নয় কোনকিছু। আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু।