I League : ফেডারেশনের সুমতি, পিছিয়ে দেওয়া হল ভরদুপুরের ম্যাচের সময়

টনক নড়ল সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার (AIFF)। ভরদুপুরে আর আই লিগের (I League) ম্যাচ খেলতে হবে না ফুটবলারদের। বদলানো হয়েছে কিছু ম্যাচের পূর্ব নির্ধারিত সময়।…

short-samachar

টনক নড়ল সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার (AIFF)। ভরদুপুরে আর আই লিগের (I League) ম্যাচ খেলতে হবে না ফুটবলারদের। বদলানো হয়েছে কিছু ম্যাচের পূর্ব নির্ধারিত সময়।

   

কাঠফাটা রোদে ম্যাচ আয়োজন করে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল ফেডারেশনকে। বেলা তিনটের সময় দেওয়া হয়েছিল ম্যাচ। চার্চিল ব্রাদার্সের ম্যাচের পর সমালোচনা আরও চরমে উঠেছিল। তাপমাত্রা তখন প্রায় চল্লিশ ডিগ্রি। ম্যাচ শুরুর হওয়ার কিছুক্ষণ আগে ধর্মতলায় এক স্ক্রিনে তাপমাত্রা দেখিয়েছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: Indian Football : ৪১ ডিগ্রি সেলসিয়াসে হল ভারতীয় ফুটবলের ‘দুর্ভাগ্যজনক’ ম্যাচ

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hero I-League (@ileagueofficial)

নির্বিঘ্নেই হয়েছিল ম্যাচ। কিন্তু যে কোনও সময়ে ছিল দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা। সোশ্যাল মিডিয়া জুড়ে ফেডারেশনের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছিলেন ফুটবল অনুরাগীরা।

অবশেষে কিছু ম্যাচের সময়ে বদল আনা হয়েছে। যার মধ্যে আগামী কয়েকটি ম্যাচ দুপুর তিনটের সময় আর খেলানো হবে না। এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। তিনটের ম্যাচগুলো হবে চারটের সময়।