
বর্তমানে প্রথম ডিভিশন লিগ আয়োজন নিয়ে ধোঁয়াশা অব্যাহত (AIFF First Division League 2025)। বিগত কয়েক মাস ধরেই সেই কথা উঠে এসেছিল ব্যাপকভাবে। তবে পরিকল্পনা অনুযায়ী গত মাসে আইএসএলের টেন্ডারের দিনক্ষণ স্পষ্ট করা হলেও কাজের কাজ কিছুই হয়নি।
পরবর্তীতে বেশ কয়েকবার দেশের ফুটবল ক্লাব গুলির সঙ্গে আলোচনায় বসেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই সময় মেলেনি কোনও সমাধান সূত্র। পরবর্তীতে এই অচলাবস্থা কাটাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হয় ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মতো ফুটবল দল গুলি।
নিলামে এই প্রোটিয়া ক্রিকেটারের জন্য বিডিং ওয়ারে CSK vs KKR!
সেক্ষেত্রে যথেষ্ট সক্রিয়তা দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রকের তরফে। পরবর্তীতে এই মাসের শুরুতেই ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত সকল সংস্থার সদস্য ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল এআইএফএফ। তবে বড় কোনও সমাধান সূত্র মেলেনি।
পরবর্তীতে আলোচনার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান সুপার লিগ পরিচালনার জন্য একাধিক ক্লাবের সক্রিয়তা লক্ষ্য করা যায়। কিন্তু সেখানে কিছুটা হলেও নিষ্ক্রিয় ছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যা কিছুটা হলেও অবাক করেছিল সকলকে। তাহলে কি একা পড়ে গেল ইস্টবেঙ্গল। সেই প্রশ্ন উঠে এসেছিল বারংবার।
কলকাতা ময়দানের এই প্রধান ছাড়া এই প্রথম ডিভিশন লিগ আয়োজন করা আদৌ কতটা সম্ভব সেদিকেও নজর ছিল প্রত্যেকের। তবে এসবের মাঝেই উঠে এসেছেন নয় তথ্য। জানা গিয়েছে, ক্লাব জোটের সাথে যৌথভাবে ইন্ডিয়ান সুপার লিগ তথা আইএসএল আয়োজন নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে দেশের সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ। আগামী দিনে কোন পথে গোটা বিষয়টি এখন সেটাই দেখার।










