আইএসএলের বৈঠকে এবার তিন প্রধানসহ আরও দুই ক্লাবকে ডাকল ফেডারেশন

গত দশ বছর ধরে ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে আইএসএল (ISL) । ২০১৪ সাল থেকে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টের বয়স যত বেড়েছে ততোই…

AIFF Calls Five ISL Clubs, Including Mohun Bagan, East Bengal, and Mohammedan SC, to Crucial Meeting

গত দশ বছর ধরে ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে আইএসএল (ISL) । ২০১৪ সাল থেকে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টের বয়স যত বেড়েছে ততোই পাল্লা দিয়ে বেড়েছে দলের সংখ্যা। বলতে গেলে গোটা ভারতবর্ষের বিভিন্ন শহর থেকে এক বা একাধিক দল যুক্ত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগে। যা নিঃসন্দেহে গ্রহণযোগ্যতা বাড়িয়েছে ফুটবলপ্রেমীদের কাছে। শেষ কয়েক বছরে দেশের এই প্রথম ডিভিশন লিগের সঙ্গে যুক্ত হয়েছে কলকাতা ময়দানের তিন শক্তিশালী প্রধান তথা ভারতবর্ষের অন্যতম তিন প্রাচীন ফুটবল ক্লাব। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান।

এই তিন দলের যোগদান অন্য মাত্রা যোগ করেছে আইএসএলে। গত সিজন পর্যন্ত টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার সেই নিয়ে দেখা দিয়েছে ব্যাপক ধোঁয়াশা। আয়োজক সংস্থা তথা এফএসডিএলের সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এমআরএ নবীকরণ হওয়ার কথা থাকলেও তা এখনও চূড়ান্ত হয়নি। যারফলে নতুন সিজনে আদৌও এই টুর্নামেন্ট আর আয়োজিত হবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছে একাধিক বিতর্ক‌। তাই এক প্রকার বাধ্য হয়েই দল গঠন নিয়েও ধীরে চলো নীতি গ্রহণ করেছিল টুর্নামেন্টের একাধিক ফুটবল ক্লাব। যার মধ্যে গত কয়েকদিন আগেই উঠে এসেছিল কেরালা ব্লাস্টার্স এবং ওডিশা এফসির নাম।

   

নিজেদের দলের ফুটবলারদের অন্যত্র যোগদানের আগ্রহকে সম্মান জানানোর কথাও উঠে এসেছিল বিভিন্ন মাধ্যমে তরফে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গত সপ্তাহেই এক বিরাট সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব তথা ওডিশা এফসি। ফোর্স ম্যাজিউয়ের মধ্য দিয়ে দলের সকল ফুটবলার সহ কোচ এবং সাপোর্টিং স্টাফেদের সঙ্গে চুক্তি স্থগিত করার কথা জানানো হয়েছিল ম্যানেজমেন্টের তরফে। পরবর্তীতে সেই পথেই হাটে দেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব বেঙ্গালুরু এফসি। গত সোমবার নিজেদের সোশ্যাল সাইটে সেই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে।

Advertisements

সেখানে সিনিয়র দলের সকল ফুটবলার সহ কোচ এবং সাপোর্টিং স্টাফেদের সঙ্গে আপাতত চুক্তি স্থগিত করার কথা ঘোষণা করা হয় তাঁদের তরফে। এখানেই শেষ নয় ভারতীয় ক্লাব ফুটবলের বর্তমান পরিস্থিতির কথা উঠে আসে তাঁদের সেই বিবৃতিতে। জাহা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। এই গোটা সমস্যার সমাধানের জন্য আগামী ৭ই আগস্ট সকালের রাজধানীতে বিশেষ বৈঠকের আয়োজন করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যেখানে প্রথমে ডাকা হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগের আটটি ফুটবল ক্লাবের প্রতিনিধিদের। কিন্তু সেখানেই শেষ নয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে এবার ডেকে পাঠানো হয়েছে কলকাতা ময়দানের তিন প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবকে।

এছাড়াও ডাকা হয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী আরও দুই ফুটবল ক্লাবকে। যাদের মধ্যে রয়েছে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি এবং অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি‌। এই বৈঠকের মধ্য দিয়ে আদৌ কি সমাধান সূত্র বেরিয়ে আসে সেদিকেই নজর এখন প্রত্যেকের।