AIFF-CAFA sign MoU: এবার এক বিশেষ মুহুর্তের সাক্ষী থাকল দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষ। আসলে সোমবার মধ্যরাতের দিকে দোহায় একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। যার অপর প্রান্তে ছিল সেন্ট্রাল এশিয়ান ফুটবল ফেডারেশন (CAFA)। এই চুক্তি অদূর ভবিষ্যতে দেশের ফুটবলের ক্ষেত্রে যে যথেষ্ট উন্নতির কারন হয়ে দাঁড়াবে তা কিন্তু বলাই চলে।
আসলে এই ঐতিহাসিক চুক্তির দরুন পরবর্তীতে ভারতবর্ষের পুরুষ ও মহিলা উভয়ের ফুটবল দল সিএএফএ’র আয়োজিত ফুটবল টুর্নামেন্ট গুলিতে আমন্ত্রণের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। যা নিঃসন্দেহে বিরাট বড় বিষয় সকলের কাছে। এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকেন বঙ্গীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। ও ফুটবল সচিব সাজি প্রভাকরণ।
মূলত এই সেন্ট্রাল এশিয়ান ফুটবল ফেডারেশনের সাথে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাদের মধ্যে। যার মধ্যে রয়েছে ভারতীয় কোচ ও রেফারিদের বিশেষ প্রশিক্ষনের পাশাপাশি ফুটবলারদের প্রশিক্ষন দেওয়ার কথা ও উঠে আসে। পরবর্তীতে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণ চৌবে বলেন, এশিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে সংযুক্ত হতে পারায় আমরা যথেষ্ট খুশি। এক্ষেত্রে আমাদের দেশের সকল বয়স ভিত্তিক ফুটবলাররা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে। আমাদের দেশের ফুটবলারদের এমন সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সিএএফএর প্রতি আমি কৃতজ্ঞ।
উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আইলিগের মতো জাতীয় টুর্নামেন্ট থেকে প্রত্যেকবার নতুন নতুন ফুটবলারের দেখা মেলে। এবার তাদের সুবিধার্থে নেওয়া হল বিশেষ উদ্যোগ।