অবশেষে আজ মুম্বাই ছাড়লেন তারকা ফুটবলার আহমেদ জাহু (Ahmed Jahouh)। বিগত কয়েকমাস ধরে তার ল ছাড়ার কথা শোনা গেলেও তা নিয়ে চূড়ান্ত কোনো কিছু জানা যায়নি। তবে আজ মুম্বাই সিটি এফসির অফিসিয়াল পেজ থেকে জানিয়ে দেওয়া হয় তার দল ছাড়ার কথা। যারফলে, গত তিন বছরের সম্পর্কের ইতি টেনে এবার অন্য দলে পাড়ি জমাবেন এই তারকা।
গত কয়েক মরশুম থেকেই মুম্বাই সিটি এফসি দলের গুরু দায়িত্ব পালন করে আসছিলেন দশ নম্বর জার্সিধারী এই তারকা। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে নির্বাচিত হলেও যেকোনো সময় প্রতিপক্ষের বক্সে হানা দিয়ে গোল তুলে নিতে পারেন এই তারকা ফুটবলার।
প্রথমে এফসি গোয়ার হয়ে আইএসএল খেলতে এসেছিলেন এই মরোক্কোন তারকা। থেকে যান প্রায় তিনটি ফুটবল মরশুম।দলের হয়ে লিগ শিল্ড জেতার পাশাপাশি মরোক্কোর জাতীয় দলের হয়ে ও খেলার রেকর্ড রয়েছে এই তারকার। সেইসঙ্গে খেলেছেন আরব কাপের মতো বৃহৎ টুর্নামেন্টে। তবে গোয়ার পাঠ চুকিয়ে পড়ের মরশুমে মুম্বাই সিটিতে নাম লেখান এই তারকা।
সময়ের সাথে সাথে সমর্থকদের মধ্যমনি হয়ে ওঠেন তিনি।সেইসাথে পান একাধিক সফলতা। সার্জিও লোবেরার কোচিংয়ে মুম্বাইয়ে আইএসএল জেতার পাশাপাশি মুম্বাইয়ের হয়ে দুইবার লিগ শিল্ড ও জিতেছেন জাহু। তবে সেসব এখন অতীত। তাহলে আগামী মরশুমে কোথায় খেলবেন এই মরোক্কান তারকা?
বিশেষ সূত্র মারফত খবর এবার হয়ত মুর্তাজা ফলের পথ অনুসরণ করে ওডিশা এফসিতে নাম লেখাবেন জাহু। একটা সময় তাকে দলে নেওয়ার জন্য ইমামি ইস্টবেঙ্গলের তরফে আগ্ৰহ প্রকাশ করা হলেও তা প্রত্যাখ্যান করেন এই তারকা। অনেকের মতে, তার পুরোনো কোচ সার্জিও লোবেরার দলেই হয়ত আসতে চাইবেন এই তারকা।