২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে (Manchester Test) শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) চতুর্থ টেস্ট। সিরিজে ২-১ এগিয়ে থেকেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় বড় ধাক্কা খেল ইংল্যান্ড (England)। লর্ডস টেস্টে ভারতের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পূর্ণ না করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ইংল্যান্ডের ওপর স্লো ওভার রেটের (Slow Over Rate) অভিযোগে কড়া পদক্ষেপ নিয়েছে। দু’ওভার কম বল করায় ইংল্যান্ড দলকে গুণতে হয়েছে জরিমানা, সঙ্গে খোয়াতে হয়েছে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট। তবে একই পরিস্থিতি থাকলেও ভারত কোনওরকম শাস্তির মুখে পড়েনি। আর এই নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক।
কী নিয়মে শাস্তি?
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও দল যদি নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করে, তবে কাটা হয় এক পয়েন্ট ও সঙ্গে পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানা। কিন্তু যদি দুই ওভার কম হয়, তখন শাস্তির মাত্রা দ্বিগুণ হয়। অর্থাৎ, দু’পয়েন্ট কাটা এবং দশ শতাংশ ম্যাচ ফি জরিমানা। এই নিয়ম মেনেই লর্ডস টেস্টে ইংল্যান্ডের থেকে কেটে নেওয়া হয়েছে ২ পয়েন্ট।
দ্বিতীয় দিনে সময়মতো ওভার শেষ করতে না পারার কারণেই এই শাস্তি। ফলত, ২৪ পয়েন্ট থেকে নেমে ইংল্যান্ডের পয়েন্ট এখন ২২। যার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তারা এক ধাপ পিছিয়ে গিয়ে এখন তৃতীয় স্থানে।
ভারত কীভাবে রেহাই পেল?
এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। কারণ, লর্ডস টেস্টে ভারতীয় দলের ওভার রেটও খুব একটা ভালো ছিল না। কিন্তু ICC ভারতের বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি।
পেছনে রয়েছে দুটি বড় কারণ
প্রথমত, ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, টেস্ট ম্যাচে কোনও ইনিংসে ৮০ ওভারের বেশি খেলা না হলে স্লো ওভার রেটের হিসেব ধার্য করা হয় না। লর্ডস টেস্টে ভারত বা ইংল্যান্ড কোনও দলের ইনিংসেই ৮০ ওভারের বেশি ব্যাটিং হয়নি।
দ্বিতীয়ত, ম্যাচের প্রথম দিন ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থ মাঠে চোট পান এবং তাঁর চিকিৎসার জন্য বেশ কিছুটা সময় নষ্ট হয়। পরে ধ্রুব জুরেল উইকেটকিপিং শুরু করেন। মাঠে চিকিৎসাজনিত কারণে যে সময় গিয়েছে, সেটিকে ICC ‘ডিডাক্টিবল টাইম’ হিসেবে ধরেছে, অর্থাৎ ওভার রেট নির্ধারণে তা বিবেচনায় আনা হয়নি। তাই ভারতের ওভার রেট কম থাকলেও তা শাস্তিযোগ্য বলে বিবেচিত হয়নি।
এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “লর্ডস টেস্টে দুই দলেরই ওভার রেট খারাপ ছিল। তাহলে কেবল ইংল্যান্ডকেই কেন শাস্তি দেওয়া হল?”
তিনি আরও প্রশ্ন তোলেন, “নিয়ম কি কেবল এক দিকেই কার্যকর হয়?” ভনের মতে, মাঠে সময় নষ্ট হওয়া যাই হোক না কেন, খেলায় ওভার রেট বজায় রাখা উভয় দলের দায়িত্ব। ভারত রেহাই পেলেও ওদেরও একইরকম শাস্তি হওয়া উচিত ছিল বলেই মত তাঁর।
এদিকে ক্রিকেট বিশ্লেষকদের মতে, আইসিসির নিয়মে স্পষ্টভাবেই ‘মেডিকেল ইমার্জেন্সি’-র ক্ষেত্রে অতিরিক্ত সময় ছাড় দেওয়ার কথা বলা আছে। ভারত সেই নিয়মের সুরক্ষা পেয়েছে। কিন্তু ইংল্যান্ড তাদের দায়িত্বে ব্যর্থ হয়েছে এবং মাঠে কোনও অসুবিধা না থাকলেও নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি।
India vs England in Manchester Test ICC punished England Team for slow over rate