AFC Champions League Two : ‘বিদেশিহীন’ আহাল! বাগানের তিন অজি ফুটবলারকে নিয়ে কোন বার্তা প্রতিপক্ষ কোচের?

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই যুবভারতী ক্রীড়াঙ্গনে গর্জন তুলবে ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম শক্তিশালী দল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। তাদের সামনে ২০২৫-২৬ মরসুমে…

Ahal FK Coach Eziz Annamuhammedov said on Mohun Bagan SG ahead AFC Champions League Two match

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই যুবভারতী ক্রীড়াঙ্গনে গর্জন তুলবে ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম শক্তিশালী দল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। তাদের সামনে ২০২৫-২৬ মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League Two) গ্রুপ সি’র প্রথম ম্যাচে প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফকে (Ahal FK)। ঘরের মাঠে মরসুমের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন ব্রিগেড। তাই উত্তেজনা চরমে পৌঁছেছে বাগান বাগান সমর্থকদের মধ্যে।

   

গত মরসুমে আইএসএল শিল্ড এবং কাপ দু’টিই জিতে দেশের ফুটবল ইতিহাসে নিজের আধিপত্য আরও মজবুত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ তেও দলের লক্ষ্য একটাই, এশিয়ায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করা। আর তারই প্রথম ধাপ আগামীকালের (১৬ সেপ্টেম্বর) ম্যাচ, যেখানে প্রতিপক্ষ কোনও কম শক্তিশালী দল নয়। আহাল এফকে, যারা এদিন নিজেদের পুরোপুরি দেশীয় ফুটবলারদের নিয়েই মাঠে নামবে, আত্মবিশ্বাসে ভরপুর।

India Pakistan Asia cup: করমর্দন বিতর্কে এবার ম্যাচ রেফারির অপসারণের দাবি পাক বোর্ডের

আহাল এফকের প্রস্তুতি এবং লক্ষ‍্য

শুক্রবার মধ্যরাতে কলকাতায় এসে পৌঁছেছে আহাল এফকে। কলকাতার উষ্ণ আতিথেয়তায় আপ্লুত দলের কোচ (Ahal FK Coach) এজিজ আনামুহামাদভ (Eziz Annamuhammedov) এবং ফুটবলার ম্যাগটিমবারদি বেরেনোভ (Magtymberdi Berenow)। মঙ্গলবার ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে দুইজনেই জানান, ‘মোহনবাগানকে নিয়ে বিশদ বিশ্লেষণ করেছি এবং পরিকল্পনা মতন খেলতে প্রস্তুত’।

কোচ এজিজ আনামুহামাদভ বলেন, “আমরা ভারতের মানুষদের ধন্যবাদ জানাই। কলকাতায় এসে দারুণ লাগছে। আমরা মোহনবাগানকে ভালোভাবে বিশ্লেষণ করেছি। ওদের শক্তি ও দুর্বল দিক, দুইই খুঁটিয়ে দেখেছি। আমাদের খেলোয়াড়রা তৈরি আছে। কাল মাঠে দেখা হবে।”

তিন জন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার সমৃদ্ধ মোহন বাগান দলের মোকাবিলায় তাদের পরিকল্পনা কী? প্রশ্নে কোচ বলেন, “তারা ভালো খেলোয়াড়, তবে আমরা কৌশলগতভাবে খেলব। প্রতিপক্ষকে আমাদের ডিফেন্ডার এবং ফরোয়ার্ডদের নিয়ে ভাবতে হবে। আমরা আন্তর্জাতিক পর্যায়ে আগেও খেলেছি, অভিজ্ঞতা আছে। ভয় নেই।”

Asia Cup 2025 : ভারত হাত মেলায়নি, প্রতিবাদ জানাতে ‘বড় সিদ্ধান্ত’ নিল সলমন

Advertisements

আহাল এফকের দলে কোনও বিদেশী ফুটবলার না থাকলেও তাতে কোচের আস্থা অটুট। তিনি বলেন, “আমাদের লক্ষ্য দেশের ফুটবলের উন্নতি। বিদেশি ফুটবলার না নিয়েও আমরা তরুণদের সুযোগ দিচ্ছি। আমাদের দলে অলিম্পিক ও অনূর্ধ্ব ২৩ জাতীয় দলের মোট ১২-১৪ জন ফুটবলার রয়েছে।”

উচ্ছ্বসিত বেরেনোভ, প্রস্তুত দল

দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার ম্যাগটিমবারদি বেরেনোভ বলেন, “আমরা ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছি এবং মোহনবাগানের খেলা বিশ্লেষণ করেছি। ওরা শক্তিশালী দল, তবে আমরা নিজেদের সেরাটা দিতে তৈরি।”

তুর্কমেনিস্তানে বছরের শুরু থেকেই চলছিল আহাল এফকের প্রশিক্ষণ শিবির। বেরেনোভ জানান, “ বছরের প্রথম থেকেই আমরা এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেশীয় তিনটি দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলেছি এবং ভিডিও বিশ্লেষণের মাধ্যমে পরিকল্পনা তৈরি করেছি।”

India in Asia Cup : কার নির্দেশে হাত মেলালেন না দুই দেশের ক্রিকেটাররা? নাম ফাঁস করল পাক বোর্ড

কলকাতার সমর্থকদের সামনে খেলা, চাপ কি?

আহাল কোচ আনামুহামাদভ বলেন, “হাজার হাজার সমর্থক থাকলেও, সেটি আমাদের কাছে নতুন কিছু নয়। এর আগেও আমরা বড় ম্যাচ খেলেছি। আমাদের লক্ষ্য একটাই, ভালো খেলা এবং তিন পয়েন্ট।”

যদিও কাগজে-কলমে মোহন বাগান অনেকটাই এগিয়ে, বিশেষ করে যখন দলে রয়েছেন জেসন কামিংস, দিমিত্রি পেত্ৰাতস, জেমি ম্যাকলারেন এবং রবসন রবিনহো মত অভিজ্ঞ বিদেশি তারকারা। তার উপর হোম ম্যাচ হওয়ায় মনোবল দ্বিগুণ।