Mohun Bagan in ACL Two: বাগানকে আটকাতে ফিজিক্যাল ফিটনেসে বাড়তি নজর আহালের

সায়ন সেনগুপ্ত, কলকাতা: মঙ্গলবার থেকেই এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের অভিযান শুরু করছে আহাল এফকে। যেখানে প্রথম ম্যাচেই লড়াই করতে হবে ভারতবর্ষের অন্যতম শক্তিশালী ফুটবল…

Ahal FC Boosts Fitness Prep to Stop Mohun Bagan in ACL Two

সায়ন সেনগুপ্ত, কলকাতা: মঙ্গলবার থেকেই এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের অভিযান শুরু করছে আহাল এফকে। যেখানে প্রথম ম্যাচেই লড়াই করতে হবে ভারতবর্ষের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে (Ahal FC vs Mohun Bagan)। অ্যাওয়ে ম্যাচ থাকায় বেশ কয়েকদিন আগেই গোটা দল নিয়ে শহরে পা রেখেছে আহাল ফুটবল ক্লাব। আসলে এখানকার আবহাওয়ার সাথে খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার কথা মাথায় রেখেই আগেভাগে শহরে এসে গিয়েছে তুর্কমেনিস্তানের এই দল। বাগান বধের ব্লু-প্রিন্ট নিজেদের দেশে সাজিয়ে এলে ও এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে আহাল এফকে।

Also Read | East Bengal in CFL : ডুরান্ডের স্মৃতি ভুলে ডায়মন্ডের সামনে লাল-হলুদের অগ্নিপরীক্ষা!

   

উল্লেখ্য, গত ফুটবল সিজনে দারুণ ছন্দে থেকেছে মোহনবাগান। ডুরান্ড কাপ হাতছাড়া হলেও পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল লিগ কাপ জয় করার পাশাপাশি লিগ শিল্ড ঘরে তুলেছিল সবুজ-মেরুন। এমনকি এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের শুরুতে ও বজায় ছিল সেই ছন্দ। স্বাভাবিকভাবেই তাঁদের বিপক্ষে লড়াই করে জয় ছিনিয়ে নেওয়া যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন আহাল দলের কোচ। তাই সব রকমভাবে খেলোয়াড়দের প্রস্তুত রাখছেন তিনি।

Also Read | Mohun Bagan Kick Off: মঙ্গলেই এসিএল শুরু বাগানের, রবিবার থেকেই মিলছে অফলাইন টিকিট

Advertisements

তবে এক্ষেত্রে বিশেষ করে ফিজিক্যাল ট্রেনিংয়ের দিকেই বাড়তি নজর দিচ্ছে বিদেশি এই ক্লাব। সেইসাথে পাসিং ফুটবল ও সিচুয়েশন প্রাকটিসে ও বিশেষ নজর রয়েছে দলের সকল ফুটবলারদের। নিজেদের প্রথম ম্যাচে যেন তেন ভাবেই তিন পয়েন্ট সুনিশ্চিত করতে চাইছে আহাল। কিন্তু নিজেদের ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়ান্ট যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ভালো মতোই জানেন প্রতিপক্ষ দলের কোচ সহ সকল ফুটবলাররা। তাই ম্যাচের আগে সব রকম ভাবেই নিজেদের দলের ফুটবলারদের দেখে নিচ্ছেন এই ফুটবল দলের ম্যানেজার।

অ্যাওয়ে ম্যাচে পুরো পয়েন্ট পেলে দ্বিতীয় লেগে ঘরের মাঠে নিঃসন্দেহে অনেকটাই অ্যাডভান্টেজ নিয়ে নামতে পারবে তুর্কমেনিস্তানের এই ক্লাব। অন্যদিকে, সমস্ত ভুল ভ্রান্তি শুধরে নিয়ে জয় দিয়েই এসিএল অভিযান শুরু করতে চান বাগান কোচ হোসে মোলিনা।