Mohun Bagan: হারের হ্যাটট্রিকের পর বিষ্ফোরক বাগান অধিনায়ক

চলতি আইএসএল মরশুমের শুরুটা ভালো হলেও বর্তমানে একেবারেই ছন্দে নেই দল। তিন ম্যাচ পরাজিত হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। আইএসএলের ইতিহাসে যা অন্যান্য রেকর্ড সবুজ-মেরুনের।…

Subhasish Bose

চলতি আইএসএল মরশুমের শুরুটা ভালো হলেও বর্তমানে একেবারেই ছন্দে নেই দল। তিন ম্যাচ পরাজিত হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। আইএসএলের ইতিহাসে যা অন্যান্য রেকর্ড সবুজ-মেরুনের। পূর্বে মুম্বাই সিটি এফসির বিপক্ষে পরাজিত হতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে।

তারপর মানালো মার্কেজের এফসি গোয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলে ও তা আদতে আর সম্ভব হয়নি। নিজেদের ঘরের মাঠেই বিরাট বড় ব্যবধানে ধরাশায়ী হতে হয়েছে তাদের। যা দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছিল বাগান জনতা। গ্যালারি থেকে বাগান কোচকে কেন্দ্র করে গো ব্যাক স্লোগান ও ওঠে বহুবার। তবে সমস্ত কিছু উপেক্ষা করেই নিজেদের পরবর্তী হোম ম্যাচে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের বিপক্ষে জয় ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা থাকলেও তা আর সম্ভব হয়নি বাগানের স্প্যানিশ বসের পক্ষে।

ডায়মান্টাকোসের গোল শেষ করে দিয়েছে সমস্ত স্বপ্ন। যা নিয়ে প্রবল হতাশ সকলেই। ৯ মিনিটের মাথায় প্রতিপক্ষ দলকে বোকা বানিয়ে গোলের মুখ খুলে যান কেরালা দলের বিদেশী তারকা ডায়ামান্টাকস। তার গোলেই প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল ভুকোমানোভিচের ছেলেরা। শেষ পর্যন্ত ওই একটা মাত্র গোলেই আসল জয়। যার দরুণ পয়েন্ট টেবিলে সকলকে পিছনে ফেলে এক নম্বরে উঠে আসে কেরালা ব্লাস্টার্স। তাদের ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে মানালো মার্কেজের এফসি গোয়া। তারপর লড়াইয়ে রয়েছে মুম্বাই সিটি এফসি ও ওডিশা এফসি।

Advertisements

তবে সবুজ-মেরুনের এই পরাজয়ের পরেই এবার মুখ খুললেন বাগান অধিনায়ক। তিনি বলেন, বর্তমানে দলের বেশকিছু ফুটবলারদের কার্ডের সমস্যা রয়েছে। পাশাপাশি অনেকের ইঞ্জুরি আছে। যারফলে, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে বেশকিছু সমস্যা দেখা দিচ্ছে। তবে আমি আশা করি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান আসবে। বর্তমানে দল ছুটিতে যাচ্ছে। তবে এরপর অর্থাৎ নতুন বছরে আমরা আবারও আগের মতো করেই লড়াই করে জয় ছিনিয়ে নিতে পারব বলেই আমি মনে করি। ততদিনে আমাদের দলের খেলোয়াড়রা আবারও ফিট হয়ে মাঠে ফিরে আসতে পারবেন। তাই এখন কিছুটা খারাপ সময় চললে ও খুব তাড়াতাড়ি সমস্ত কিছু ঠিক হয়েই যাবে বলে আমি মনে করি।