দলনেত্রীর হাসিনার মত শাকিবও ভারতে আসছেন, বাংলাদেশে জড়িয়েছেন হত্যার মামলায়

গণবিক্ষোভে শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও প্রাক্তন সাংসদ শাকিব আল হাসান (Shakib Al Hasan) তাঁর নিজ দেশ (Bangladesh) থেকে দূরেই…

গণবিক্ষোভে শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও প্রাক্তন সাংসদ শাকিব আল হাসান (Shakib Al Hasan) তাঁর নিজ দেশ (Bangladesh) থেকে দূরেই থাকছেন। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন (Sheikh Hasina) শেখ হাসিনা। তাঁর দল আওয়ামী লীগের সাংসদ ছিলেন শাকিব। তবে নতুন অন্তর্বর্তী সরকারের আমলেও নিজের দেশে ফিরছেন না কিছুতেই। তাঁর দলনেত্রী হাসিনা ভারতে আশ্রিত। এবার শাকিব আল হাসানও ভারতমুখী।

জানা যাচ্ছে শাকিব আল হাসান বাংলাদেশে ফিরতে চাইছেন না। ঘনিষ্ঠ মহলে তিনি গ্রেফতারি ও গণপিটুনির আশঙ্কা করেছেন। কারণ, শেখ হাসিনার সরকার পতনের পর তাঁর দলের অনেকেই ধৃত। কেউ মার খেয়ে মৃত। ছাত্র আন্দোলন চলাকালীন শাকিব বিদেশের মাঠে কটাক্ষের শিকার হন। তাঁকে হুমকি দেওয়া হয়। তিনি চরম আতঙ্কিত। এমন পরিস্থিতিতেও জাতীয় দলের হয়ে পাকিস্তানে সফর করছেন। প্রথম টেস্ট বিশ্ব রেকর্ড করেছেন।

   

পাকিস্তান সফর শেষে টিম বাংলাদেশ ঢাকায় ফিরবে। তবে শাকিব ফিরবেন না। তিন পাকিস্তান থেকেই চলে যাবেন ইংল্যান্ডে। সেখানে কাউন্টি ক্রিকেটে অংশ নেবেন। সেপ্টেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাবে বাংলাদেশ দল। কাউন্টি ক্রিকেট শেষ করে ভারতে দলের সাথে যোগ দেওয়ার কথা আছে শাকিবের। 

ছাত্র আন্দোলন দমনে গুলি চালানোর হুকুম দেওয়ার একাধিক মামলায় শেখ হাসিনাসহ তাঁর দলীয় নেতা, প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে পরপর হত্যা মামলা দায়ের হয়ে চলেছে। এমনই একটি মামলায় শাকিব আল হাসানের নাম এসেছে। এই মামলায় মোট ২৮ জন অভিযুক্ত। মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পোশাক শ্রমিক রুবেল গুলিবিদ্ধ হয়ে ৭ আগস্ট মারা যান। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি চালায়। যদিও ঘটনার সময় শাকিব বিদেশে ছিলেন।

বাংলাদেশের বৈষম্যহীন ছাত্র আন্দোলন মঞ্চের তরফে ‘শেখ হাসিনার ফাঁসি চাই’ দাবি জোরালো। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে স্বৈরাচারী সরকারের অবসান হয়েছে।