স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি! ইডেনের পর বোমাতঙ্ক নামকরা স্টেডিয়ামে

impact on IPL 2025 after Operation Sindoor

আইপিএল ২০২৫ (IPL 2025) মাঝপথে নিশ্ছিদ্র নিরাপত্তা সত্ত্বেও দু’দিনে দু’টি নামী স্টেডিয়ামে (Stadium) বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশজুড়ে। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) পর বুধবার কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্স এবং বৃহস্পতিবার জয়পুরের (Jaipur) সওয়াই মানসিংহ স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium) বোমা বিস্ফোরণের (Bomb Threat) হুমকি ইমেল ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসন কোনও রকম ঝুঁকি না নিয়ে দুই ক্ষেত্রেই সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে।

বৃহস্পতিবারের ঘটনা: জয়পুর স্টেডিয়ামকে উড়িয়ে দেওয়ার হুমকি

   

বৃহস্পতিবার সকাল ৯টা ১৩ মিনিট নাগাদ রাজস্থান রাজ্য ক্রীড়া সংসদের দপ্তরে একটি হুমকি ইমেল আসে। পাঠানো ইমেলটিতে লেখা ছিল, “অপারেশন সিঁদুরের সাফল্য উদ্‌যাপন করতে আমরা আপনাদের স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটাব। যদি পারেন সবাইকে বাঁচিয়ে দেখান।” মেইলটি পাঠানো হয়েছে ‘পাকিস্তান জেকে ওয়েব’ নামে একটি সন্দেহজনক ইমেল আইডি থেকে। মেইল পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনের পক্ষ থেকে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। স্টেডিয়ামে থাকা কর্মীদের দ্রুত সরিয়ে আনা হয় এবং গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ।

‘অপারেশন সিঁদুর’ সরাসরি প্রভাবে বদল IPL গুরুত্বপূর্ণ ম্যাচের ভ্যেনু

এই মুহূর্তে স্টেডিয়ামে চলছে কড়া তল্লাশি। ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং স্পেশাল টাস্ক ফোর্স যৌথভাবে স্টেডিয়ামের প্রতিটি কোণা খতিয়ে দেখছে। জয়পুর পুলিশ জানিয়েছে, আপাতত কোনও বিস্ফোরক মেলেনি, তবে তদন্ত চলছে। রাজস্থান রয়্যালস দলের হোমগ্রাউন্ড এই স্টেডিয়ামে আগামী ১৬ মে একটি গুরুত্বপূর্ণ আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচ ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ইডেন গার্ডেন্সে বুধবারের আতঙ্ক

এর ঠিক আগের দিন, বুধবার, কলকাতার ইডেন গার্ডেন্সেও মেলে অনুরূপ হুমকি। সেদিন কেকেআর বনাম চেন্নাই সুপার কিংসের আইপিএল ম্যাচ চলাকালীন সিএবির (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) অফিসিয়াল ইমেল আইডিতে একটি হুমকি বার্তা আসে। সেখানে বলা হয়, মাঠে বিস্ফোরণ ঘটানো হবে। সঙ্গে সঙ্গেই সিএবি কর্তৃপক্ষ পুলিশকে জানায় এবং ম্যাচের সময় নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। পুলিশ তদন্তে নামে এবং ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন হয়।

‘অপারেশন সিঁদুর’ এবং প্রতিক্রিয়া

এই দুই হুমকির ঘটনার সঙ্গে একটি সাম্প্রতিক সেনা অভিযানের যোগসূত্র পাওয়া যাচ্ছে। মঙ্গলবার রাতে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ নামক একটি অভিযান চালিয়ে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই অভিযানের প্রতিশোধ হিসেবেই জঙ্গিগোষ্ঠী থেকে এই ধরনের হুমকি আসছে বলে অনুমান গোয়েন্দাদের।

পহেলগাঁও-এ ২৬ জন নিরীহ ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। তারই বদলা নিতে এই অভিযান চালানো হয়। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বহু সংখ্যক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে এবং বেশ কিছু জঙ্গিও নিহত হয়েছে।

রাজ্যে সর্বোচ্চ সতর্কতা

বোমাতঙ্কের প্রেক্ষিতে গোটা রাজস্থানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষত সীমান্তঘেঁষা পাঁচটি জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। রেল, পুলিশ এবং প্রশাসনের সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। জয়পুর সহ অন্যান্য বড় শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

একটি বা দুটি হুমকি মেইল হয়তো নিছক আতঙ্ক সৃষ্টির চেষ্টা, তবে প্রশাসন ও পুলিশ কোনও সম্ভাবনাকেই খাটো করে দেখছে না। ক্রিকেটপ্রেমী ভারতীয়দের জন্য আইপিএল শুধু খেলা নয়, এক আবেগ। তাই কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এখন দেখার, এই হুমকি কেবল ভয় দেখানোর চেষ্টাই, না কি এর পেছনে রয়েছে বড়সড় ষড়যন্ত্র।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous article‘অপারেশন সিঁদুর’ সরাসরি প্রভাবে বদল IPL গুরুত্বপূর্ণ ম্যাচের ভ্যেনু
Next articleবাতিল ৯০ টি ফ্লাইট ১০ মে অবধি বন্ধ ২১ টি বিমান বন্দর
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।