HomeSports Newsনিয়মরক্ষার ডার্বি ভুলে নতুন টার্গেট অস্কারের!

নিয়মরক্ষার ডার্বি ভুলে নতুন টার্গেট অস্কারের!

- Advertisement -

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) এবারের মতো যাত্রা শেষ ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC)। বাকি পাঁচটি ম্যাচ কেবল নিয়মরক্ষার জন্য। ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে যে, এই মরসুমে লাল-হলুদ শিবিরের জন্য চূড়ান্ত লক্ষ্য সুপার সিক্সে (Super Six) পৌঁছানো আর সম্ভব নয়। গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে তারা সেই স্বপ্নকে বিসর্জন দিয়েছে। তবে, দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) আশাবাদী আগামী দিন নিয়ে। তিনি স্পষ্টত জানিয়েছেন যে এবার দলের প্রধান লক্ষ্য হবে এএফসি কাপ (AFC Cup) এবং সুপার কাপ (Super Cup)।

   

মশাল কোচ অস্কার ব্রুজো সাংবাদিক সম্মেলনে বলেন, “আমাদের পরবর্তী লক্ষ্য এএফসি এবং সুপার কাপ। আমরা শুনছি, সুপার কাপ হয়তো হবে না, তবে সুপার কাপ না হলে ফেডারেশন বড় ভুল করবে। যদি সুপার কাপ অনুষ্ঠিত হয়, তবে চ্যাম্পিয়ন দলকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ খেলার সুযোগ দেওয়া হবে।” তাঁর মতে, এই মুহূর্তে সুপার কাপ এবং এএফসি কাপই ইস্টবেঙ্গলের প্রধান লক্ষ্য হওয়া উচিত এবং তিনি দলের ওপর আরও চাপ তৈরি করতে চান যাতে তারা নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারে।

চেন্নাই ম্যাচে কিছু খেলোয়াড়, যেমন সাউল ক্রেসপো, আনোয়ার আলি দীর্ঘদিনের চোটের পর মাঠে ফিরেছিলেন। তবে, তাদের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি ফলে তাদের মাঠে নামানো উচিত ছিল না বলে মেনে নেন অস্কার। তিনি বলেন, “চেন্নাইয়ের ফিজিক্যাল ফুটবল এবং ইনটেনসিটির সাথে মানিয়ে নিতে পারেনি সদ্য চোট সারিয়ে নামা ফুটবলাররা।” এই কারণে চেন্নাইয়ের বিরুদ্ধে তাদের পারফরম্যান্স ছিল না।

তবে, সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আসছে, বিশেষ করে পরবর্তী সপ্তাহে ডার্বি রয়েছে। অস্কার তার দলকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যাতে তারা ডার্বিতে ভালো পারফরম্যান্স দিতে পারে। ডার্বির আগে দলকে আরও সংগঠিত করতে হবে বলেও জানিয়েছেন তিনি । এমনকি, সুপার কাপ নিয়ে বর্তমানে কিছু অনিশ্চয়তা থাকলেও, অস্কার তার পরিকল্পনা থেকে সরে আসতে চান না।

এএফসি কাপ এবং সুপার কাপের মতো টুর্নামেন্টগুলোতে ভালো ফল করতে হলে দলের কৌশলগতভাবে আরও শক্তিশালী হতে হবে। কোচ ব্রুজো জানেন, সামনের পথ হবে কঠিন, কিন্তু তিনি নিশ্চিত যে, ইস্টবেঙ্গল সেই চ্যালেঞ্জে সফল হবে। এছাড়া, সমর্থকদের মুখে হাসি ফুটাতে এবং তাদের প্রত্যাশা পূরণের জন্য খেলোয়াড়দের মনের জোর বাড়ানো খুব জরুরি। অস্কার তার দলের প্রতিটি সদস্যকে বিশ্বাস করেন এবং পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular