এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) শেষ আটে ওঠার পর এবার ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) নজরে আইএসএল (ISL)। শনিবার যুবভারতীতে মহমেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) বিরুদ্ধে মাঠে নামবে লিগ টেবিলের সবার শেষে থাকা এই দল। এই ম্যাচের প্রস্তুতির জন্য সোমবার থেকেই অনুশীলনে নামছেন কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) সহ দলের ফুটবলাররা।
ম্যানচেস্টার ইউনাইটেডকে থামিয়ে দিল চেলসি, প্রথম ম্যাচে ১-১ ড্র
দলটির রক্ষণের অন্যতম ভরসা হেক্টর ইউসতের খেলার সম্ভাবনা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ভুটানের থিম্পু থেকে কলকাতায় ফিরে তিনি দ্রুত স্পেন উড়ে গেছেন, যার ফলে ম্যাচের দিন তাঁর মাঠে খেলা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লাল-হলুদ শিবিরের কাছে।
ওডিশা ম্যাচের আগে অনিশ্চিত বাগানের এই তারকা ফুটবলার
আইএসএলের পয়েন্ট টেবিলের ১৩তম স্থানে থাকা ইস্টবেঙ্গল টানা ছ’টি ম্যাচে পরাজিত হয়েছে। কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগে গ্ৰুপ পর্যায়ের ম্যাচে বসুন্ধরা কিংসের সঙ্গে ৪-০ এবং নেজমেহের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পাওয়ার পর মশাল ব্রিগেডের নব নিযুক্ত কোচ অস্কার জানিয়ে দেন, এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। তাই তিনি জানিয়েছেন, “আইএসএলে আমরা ভাল জায়গায় নেই। আশা করছি, এ বার ছবিটা বদলাতে পারব।’’
বিসিসিআইয়ের নজরে কোহলি-রোহিতদের ভবিষ্যৎ, আসছে পরিবর্তন?
ফুটবলারদের কথায়, ‘এএফসি চ্যালেঞ্জ লিগ এখন অতীত। এবার আইএসএলে নিজেদের প্রমাণ করতে হবে।’ মহমেডানকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেতে মরিয়া তাঁরা । এখন দলের সমর্থকদের নজর মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচের দিকে, যেখানে ইস্টবেঙ্গল দলের লক্ষ্য হবে ঘুরে দাঁড়ানো এবং তাঁদের শক্তি প্রমাণ করা। তবে আজকের অনুশীলনে হেক্টর ছাড়া দলের বাকি সব ফুটবলারই উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।
UPDATE: East Bengal FC will return to practice at the club ground this afternoon after a 2-day break.#JoyEastBengal #EastBengalFC #ISL pic.twitter.com/Lruke7Ktcy
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@torchbearersoeb) November 4, 2024