Mohammedan SC: সাদা-কালোর ব়্যাডারে এই আফ্রিকান ফরোয়ার্ড

মঙ্গলবার থেকেই কলকাতা লিগের অভিযান শুরু করছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে উয়াড়ি ক্লাব। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে…

Cesar Lobi Manzoki

মঙ্গলবার থেকেই কলকাতা লিগের অভিযান শুরু করছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে উয়াড়ি ক্লাব। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে সাদা-কালো জনতার। বলতে গেলে প্রথম ডিভিশন লিগে যোগ্যতা অর্জন করার পর এই প্রথম খেলতে নামছে মহামেডান। স্বাভাবিকভাবেই সমর্থকদের উন্মাদনা যে চরমে থাকবে সেটা বলাই চলে। তবে এবার নিজেদের জুনিয়র দল খেলানোর পরিকল্পনা রয়েছে এই ফুটবল ক্লাবের। অপরদিকে, ইন্ডিয়ান সুপার লিগের জন্য নিজেদের শক্তিশালী দল গড়ার পরিকল্পনা মহামেডানের। সেক্ষেত্রে, বেশ কিছু বদল আসছে দলের মধ্যে।

গত কয়েক সপ্তাহে নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের রিলিজ করেছে কলকাতার এই ফুটবল ক্লাব। তার পরিবর্তে একের পর এক তরুণ ফুটবলারদের সাইন করানোর কথাও ঘোষণা করেছে আন্দ্রে চেরনিশভের দল। কিন্তু দলের ফরোয়ার্ড লাইন নিয়ে কৌতুহল ছিল অনেক আগে থেকেই। আগেই জানা গিয়েছিল যে আফ্রিকান ফুটবলের দিকে বিশেষ নজর রয়েছে ক্লাব ম্যানেজমেন্টের।

   

অর্থাৎ দলের আপফ্রন্ট সামাল দেওয়ার ক্ষেত্রে আফ্রিকান ফুটবলারদের উপরেই হয়তো ভরসা রাখছে গতবারের আইলিগ জয়ীরা। এক্ষেত্রে একাধিক ফুটবলারদের নাম উঠে আসতে থাকে ব্যাপকভাবে। যদিও শেষ পর্যন্ত তা চূড়ান্ত হয়নি। এসবের মাঝেই ফের উঠে আসতে শুরু করেছে এক ফুটবলারের নাম।

তিনি লোবি ম্যানজকি। গত সিজনে হাট্টা ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন সেন্ট্রাল আফ্রিকার এই ফরোয়ার্ড। প্রো লিগে প্রায় দশটি ম্যাচ খেলেছেন বছর সাতাশের এই ফুটবলার। যেখানে দলের হয়ে দুইটি গোল কন্ট্রিবিউশন থেকেছে তার। এবার নাকি ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে তার দিকেই নজর রেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু আদৌ তাকে চূড়ান্ত করা হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।