বাংলাদেশের জাতীয় দলে খেলতে পারেন মহামেডানে খেলা আফ্রিকান

Suleman Diabate

জন্মভূমির জাতীয় দলের হয়ে খেলার শখ পূরণ করতে পারেন না অনেক ফুটবলার। অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে সেই ইচ্ছা পূরণ করে থাকেন কেউ কেউ। ভারতীয় ফুটবলে এমন নজির রয়েছে। বাংলাদেশের ফুটবলেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে সম্প্রতি।

সম্প্রতি সময়ে বাংলাদেশে খেলা অন্যতম সেরা বিদেশি ফুটবলার সুলেমানে দিয়াবাতে (Souleymane Diabate)। ঢাকা মহামেডানের হয়ে করেছেন প্রচুর গোল। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সাল থেকে রয়েছেন বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী এই ক্লাবে। আশিটির কাছাকাছি ম্যাচ খেলে করেছেন প্রায় ষাটটি গোল। কিন্তু নিজের দেশ মালির হয়ে খেলার সৌভাগ্য হয়নি তার। বয়স এদিকে পেরিয়েছে ৩০।

   

ওপর বাংলার বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সুলেমানে দিয়াবাতে। বাংলাদেশের জাতীয় ফুটবল নিয়ামক সংস্থা বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে খবর। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইতিমধ্যে ঢাকা মহামেডানের সঙ্গে বাংলাদেশ ফুটবল নিয়ামক সংস্থার এ ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে।

দিয়াবাতে এবং সংস্থা, উভয় পক্ষের দিক থেকে ইতিবাচক মনোভাব থাকলেও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। সুলেমানে দিয়াবাতে নিজের মাতৃ ভূমি মালির নাগরিকত্ব কি ছাড়তে পারবেন? এ ছাড়াও তার পরিবার রয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন এই গোলমেশিন। আপাতত যা পরিস্থিতি তাতে বলা চলে জোরালো সম্ভাবনা রয়েছে। আবার নিমেষে সেই সম্ভাবনা ভেস্তেও যেতে পারে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন