তিন ভাইয়ের সাথে একই দিনে বিয়ে সারলেন রশিদ খান

সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ‘সেমিফাইনালে’ উঠে চমক দিয়েছে তাঁর দেশ। আফগানিস্তানের এই জয়ে নিজেকে উজাড় করে বল এবং ব্যাট হাতে নিজেকে একপ্রকার ‘উজাড়’ করে…

Afghanistan Star Rashid Khan Gets Married

সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ‘সেমিফাইনালে’ উঠে চমক দিয়েছে তাঁর দেশ। আফগানিস্তানের এই জয়ে নিজেকে উজাড় করে বল এবং ব্যাট হাতে নিজেকে একপ্রকার ‘উজাড়’ করে দিয়েছিলেন রশিদ খান। আধুনিক একজন বোলারের পক্ষে যা যা করা সম্ভব গেল তিন বছরে সেটাই করেছেন এই আফগান কিংবদন্তি। এছাড়াও বিশ্ব ক্রিকেটের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে একজন আফগান বোলার হিসেবে প্রতিমুহূর্তে সেরাদের সাথে তাল মিলিয়ে পারফরম্যান্স করেছেন তিনি। তবে এবার শুধু বল হাতে সবুজ ঘাসে উইকেটের ‘ফুল’ ফোটানোই নয় ; ব্যক্তিগত জীবনেও বিয়ের ফুল ফোটালেন আফগান লেগস্পিনার রশিদ খান। গতকাল কাবুলের এক বিখ্যাত হোটেলে নিজের তিন ভাইয়ের সাথে একসঙ্গেই বিয়ে সারলেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। রশিদের বিয়েতে (Rashid Khan wedding news) এদিন উপস্থিত ছিলেন মহম্মদ নবি সহ বেশ কিছু আফগান তারকারা।

বেশ কয়েকদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন আফগানিস্তান পেস বোলিং অলরাউন্ডার ওমরজাই। তারপর থেকেই বিভিন্ন গণমাধ্যমে রশিদ এবং গুরবাজের বিয়ের গুজব রটছিল। তবে সমস্ত গুজবকে উড়িয়ে দিয়ে নিজের বিয়ের খবর সমাজমাধ্যমে আজ সকালে পোস্ট করেন আফগান তারকা অলরাউন্ডার। এছাড়াও এদিন বিয়ের অনুষ্ঠানে রশিদ ও তাঁর ভাইদের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবি। প্রিয় সহকর্মীকে শুভেচ্ছা জানিয়ে এদিন তিনি লেখেন, “রশিদ ভাই তোমার বিয়েতে অনেক অনেক অভিনন্দন। ভবিষ্যৎ জীবন ভালো ও সমৃদ্ধ হোক।’

   

তবে আফগান কিংবদন্তি মহম্মদ নবি ছাড়াও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদের সতীর্থ মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খানসহ আরও অনেকে। এদিন সদ্য বিবাহিত আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাই সতীর্থকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, “বিয়ে করার জন্য জাতীয় দলের চ্যাম্পিয়ন রশিদ খানকে অভিনন্দন। আল্লাহর রহমতে তার সুখী জীবন কামনা করছি।”

আজ সকালে কিছু আফগান সংবাদমাধ্যম সূত্ৰ মারফত জানা গিয়েছে যে পশতুন রীতি অনুযায়ী বিয়ে করেছেন রশিদ ও তাঁর তিন ভাই। তবে এখনই রশিদ এবং তাঁর ভাইদের স্ত্রীদের নাম–পরিচয় জানা যায়নি। রশিদের বিয়ে উপলক্ষে হোটেলের ভেতরে ও বাইরে ছিল কড়া নিরাপত্তা। গতকালই এক আফগান সাংবাদিকের পোস্ট করা একটি টুইটার ভিডিওতে দেখা গেছে যে অস্ত্র হাতে হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছেন নিরাপত্তা কর্মীরা। গতকাল গভীর রাত পর্যন্ত চলেছে বিয়ের অনুষ্ঠান। এছাড়াও ছিল ব্যাপক খানাপিনার আয়োজন।

Rashid Khan Injury Update: চোটের জন্য শ্রীলঙ্কা সিরিজ খেলবেন না রশিদ খান

প্রসঙ্গত উল্লেখ্য যে ২০২০ সালে রশিদ নাকি জানিয়েছিলেন বিশ্বকাপ না জেতা পর্যন্ত তিনি বিয়ে করবেন না। যদিও ভারতে বিশ্বকাপ খেলতে এসে এই খবরটিকে ভিত্তিহীন বলেই দাবি করেছিলেন আফগান তারকা। এছাড়াও দলের প্রতিটি ক্রিকেটারের বিয়ে হয়ে যাওয়ার কারনে এই মুহূর্তে আফগানিস্তানের দেশটির সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরও হয়ে উঠেছিলেন রশিদ। গতকাল বিয়ের (Rashid Khan wedding news) পর আপাতত সেই বিতর্কে জল ঢেলেছেন এই বাঁহাতি লেগস্পিনার। এদিকে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতে টি টোয়েন্টি হারের বদলাও নিয়েছেন আফগানিস্তান। তাই ব্যাক্তিগত জীবনে ছুটি কাটিয়ে এখন কবে দলে যোগ দেন তিনি সেটাই দেখার বিষয়।