পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ের পর টিম বাসে উদ্দাম নাচ রশিদের। আনন্দে মেতে উঠলো আফগান ক্রিকেট প্লেয়াররা। বলিউড বাদশা শাহরুখ খানের ‘লুঙ্গি ডান্স’ গানে নাচতে দেখা গেল রশিদ খান, মোঃ নবি, ইব্রাহিম জার্দানদের। বলিউড গানে খেলোয়াড়দের নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Afghan players dancing on Lungi Dance pic.twitter.com/3Y6A0Ru7sw
— yang goi (@GongR1ght) October 23, 2023
গত ১৫ অক্টোবর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানোর পর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয়ও রেকর্ড করেছে আফগানিস্তান। এই জয় আফগানিস্তানের জন্য চলমান বিশ্বকাপ ম্যাচে আশার সঞ্চার করেছে। হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বাধীন দল এখন পাঁচ ম্যাচ খেলে দুটি জয় পেয়েছে এবং তাদের এখনও সেমিফাইনালে খেলার সুযোগ রয়েছে।
এদিকে, পাকিস্তান টুর্নামেন্টে তাদের টানা তৃতীয় পরাজয়ের মুখোমুখি হয়েছে এবং একই সংখ্যক ম্যাচ থেকে মাত্র দুটি জয় পেয়েছে, তবে এখনও সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, একদিনের ইতিহাসে এই প্রথমবার ‘শত্রু’ পাকিস্তানকে হারিয়ে দিলেন আফগানরা। শেষ কয়েকবার জয়ের দোরগোড়ায় চলে এসেও ‘ফাইনাল হার্ডল’ পার করতে পারছিলেন না। কিন্তু সোমবার বিশ্বকাপের মঞ্চে কোনও ভুল হল না আফগানিস্তানের। ছয় বল বাকি থাকতে জিতল আট উইকেটে। আর সেইসঙ্গে বিশ্বকাপের ইতিহাসে চরম লজ্জার মুখে পড়ল পাকিস্তান।
বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এত রান তাড়া করে কোনও দল জিততে পারেনি। এতদিন একদিনের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির ছিল ভারতের দখলে। ২০০৩ সালের বিশ্বকাপে সেই নজির গড়েছিল ভারত।